Press "Enter" to skip to content

গাছে গাছে শোনো পাখির কুজন
কোয়েল পাখিরা ধরেছে ভজন….।

Spread the love

আনন্দ আছে যে ছেয়ে

অশোক ব্যানার্জী : শ্যামবাজার, কলকাতা।

সুপ্রভাত সুপ্রভাত
সদ্য সমাপ্ত হয়েছে রাত
আঁধার গেছে যে কেটে ,
গুটি গুটি পায়ে সূর্যের আলো
মিটি মিটি হেসে বেসে বড় ভালো
আসছে যে হেঁটে হেঁটে ।
গাছে গাছে শোনো পাখির কুজন
কোয়েল পাখিরা ধরেছে ভজন
মন প্রাণ গেল জুড়িয়ে !
ময়না, টিয়া, পাখির গান
নানান শব্দ নানান তান
চারদিকে পড়ে ছড়িয়ে ।
কাঠ ঠোকরা পাখিরা যে ওই
গাছে ঠোঁট ঠুকে করে হৈচৈ
ময়ূর পেখম মেলে
বাহারি নাচনে ভরায় মন,
গাছের পাতায় আলোর নাচন
ঝিকিমিকি, হেলে দুলে ।
ঘর থেকে যদি দুই পা বেরিয়ে
প্রকৃতির শোভা দেখো মন দিয়ে
প্রকৃতিরই মাঝে নিজেকে হারিয়ে
একাত্ব হয়ে গিয়ে
আঁধার পেরিয়ে আলোর ‘খেয়ালে’
বুঝবে তখন এই ঊষা কালে
আনন্দ আছে ছেয়ে !

কবি – অশোক ব্যানার্জী।
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *