Press "Enter" to skip to content

গাঙ্গুলিস ওয়েড গুহ’স……।

Spread the love

 

বিশেষ প্রতিনিধি : Klikk এর নতুন ওয়েব সিরিজ *গাঙ্গুলিস ওয়েড গুহস* Streaming হবে আগামী  ২০শে সেপ্টেম্বর থেকে। প্রখ্যাত অভিনেতাদের দেখতে পাওয়া যাবে এই সিরিজটি তে। ওয়েবে সমদর্শী দত্ত’র প্রথম পরিচালনা। তিনি অভিনয় ও করেছেন এই সিরিজ এ।

“গাঙ্গুলিস ওয়েড গুহস”
————————————

বলা হয়, বিয়ে নাকি দুই পরিবারের মিলন| কিন্তু এখানে বিয়ে তার থেকেও বেশি কিছু।

নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহ’রা শিল্পচর্চা নিয়ে থাকে, প্রায় সকলেই কিছু না কিছু জানে, কেউ রবীন্দ্র সঙ্গীত, কেউ বা কত্থক আর সান্ধ্য আসর জমায় টলি ক্লাবে, সুরা আর চিজে ডুব দিয়ে। আর অন্যদিকে উত্তর কলকাতার বনেদি গাঙ্গুলি পরিবার, যারা কিনা এখনো পুরনো আসবাব আর কোচবিহার রাজ পরিবারের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলি’রা। এই দুটো পরিবারের মধ্যে ততটাই পার্থক্য, যতটা হওয়া সম্ভব। কিন্তু তবুও তারা এক জায়গায় জড়ো হয়েছে একটাই কারণে, কারণ তাদের বাড়ির দুই ছেলে-মেয়ে বেশ কিছুদিনের ফুরফুরে কলেজ প্রেমকে ‘বিবাহের রূপ দিতে চেয়েছে।

গাঙ্গুলি আর গুহ’রা পরস্পরকে ঠিক কতটা অপছন্দ করে সেটা এই বিয়েবাড়ি থেকে ঢের বোঝা যায়। চাপা উত্তেজনা, হাস্যকর সমস্যা, সন্দেহ, গোপনীয়তা, হঠাৎ করে হয়ে যাওয়া রোমান্টিক রিইউনিয়ন, বা পুরোনো, নতুন সম্পর্কের মাঝেও পাকা দেখা থেকে শুরু করে, আইবুড়োভাত হয়ে রিসেপশন, বিয়ের নানান আচার-অনুষ্ঠান পালন করতে করতে শেষে দুই পরিবারের মিল হয় এই গল্পে।

একটি জমজমাট বিয়েবাড়ির আসর সাজানো রয়েছে ৭ টি পর্বের এই সিরিজে।

*শুধুমাত্র দেখা যাবে Klikk OTT প্ল্যাটফর্মে* .

*উল্লেখযোগ্য অভিনেতা ও অভিনেত্রীগণ

*অমৃতা চট্টোপাধ্যায়* – মধুরা
*সমদর্শী দত্ত* – প্রণয়
*সুদীপা বসু* – স্নিগ্ধা
*শুভ্রজিৎ দত্ত* – সুবিমল (অতিথি শিল্পী)
*সৌম্য সেনগুপ্ত* – বৃন্দাবন
*বিপ্লব বন্দ্যোপাধ্যায়* – প্রসেনজিৎ
*কৌশিকী গুহ* – পিয়ালী
*সৌম্য ব্যানার্জী* – অন্তরীক্ষ
*ঈপ্সিতা দেবনাথ* – শুকতারা
*শ্রেয়া ভট্টাচার্য্য* – স্নেহা
*রানা বসু ঠাকুর* – পল্লব
*অদ্রিজা মজুমদার* – মোহিনী
*উদয় শঙ্কর পাল* – জগাই
*রোমি চৌধুরী* – আরতি
*জয়তী চক্রবর্তী* – রিতা
*দেবরাজ ভট্টাচার্য* – প্রীতিময়
*সায়ন ভট্টাচার্য*- পিকলু
*অনিরুদ্ধ গুপ্ত* – রিকি
*অরিজিতা মুখোপাধ্যায়* – অম্বালিকা
*কৌশিক শীল* – রনিত

*মূল ক্রু তালিকা*
—————————–
*প্রযোজনা:* অরেঞ্জ এন্ড ইয়েলো ফিল্মস
*পরিচালনা ও কাহিনী:* সমদর্শী দত্ত
*প্রধান সহকারী পরিচালক:* অমিত তালুকদার
*চিত্রনাট্য ও সংলাপ:* অরিত্র সেনগুপ্ত
*সহকারী পরিচালক:* অরিন্দম দাস, অভিরূপ দোলাই, তন্ময়
*সহকারী লেখক:* অনুভব চক্রবর্তী
*সংযোজিত সংলাপ:* সমদর্শী দত্ত
*কার্যনির্বাহী প্রযোজক:* অম্লানদীপ চৌধুরী
*প্রথম চিত্রগ্রাহক:* উজ্জল ভট্টাচার্য
*দ্বিতীয় চিত্রগ্রাহক:* দীপ্যমান ভট্টাচার্য
*সঙ্গীত পরিচালক:* শ্রাবণ ভট্টাচার্য
*আবহ সঙ্গীত:* শমীক গুহ রায়
*সঙ্গীত শিল্পী:* উজ্জয়িনী মুখার্জী, অমৃতা সিং, সৌম্য মুর্শিদাবাদি, শ্রাবণ ভট্টাচার্য
*লিরিসিস্ট:* রিতম সেন
*সম্পাদক:* অনির্বান মাইতি, কৌস্তভ সরকার
*পোশাক পরিকল্পনা* : মেঘা চক্রবর্তী
*অন্তদৃশ্য গ্রহণ:* শুভনীল কর, পার্থ প্রতিম ব্যানার্জি
*স্থির চিত্রগ্রহণ:* মৈনাক কান্তি বিশ্বাস
*শিল্প নির্দেশক:* কাঞ্চন চ্যাটার্জী
*শব্দগ্রাহক:* শুচিশুভ্র সেন
*শব্দ পরিকল্পনা:* দেবরূপ বাগ
*ডাবিং রেকর্ডিস্ট:* সঞ্জয় শ, সুব্রত হাজরা, শুভজিৎ দাস
*প্রযোজনা দল:* ফিল্মস এন্ড ফ্রেমস
*মেক আপ* : দেবারতি বিশ্বাস, সুইটী দাস
*কালারিস্ট:* অঞ্জন

*পি.আর এন্ড ইন-ফিল্ম ব্র্যান্ডিং:* রানা বসু ঠাকুর।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.