নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ আগস্ট, ২০২৫। গণেশ শুধুমাত্র পূজিত দেবতা নন, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও সাফল্যের অনুপ্রেরণা। সেই ভাবনা থেকেই আমাদের জীবনে গনেশ ঠাকুরের অবদান নিয়ে ইংরাজী বই লিখেছেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও জ্যোতিষ রাজা ভৌমিক। গনেশ চতুর্থীতে কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে ‘শ্রী গণেশ – দ্য আইকন অব সাকসেস’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট বাচিকশিল্পী ঊর্মিমালা বসু। বইটি প্রকাশ করেছেন ‘বুকপেকার্স’ প্রকাশনা সংস্থা। কর্ণধার বসুন্ধরা ঘোষাল এই ধরনের অভিনব বই প্রকাশের উদ্যেশ্য তুলে ধরেন।
ঊর্মিমালা বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ করেন এবং সদ্যপ্রকাশিত গ্রন্থ ‘শ্রী গণেশ’ থেকে নির্বাচিত অংশ পাঠের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে তাঁর বক্তব্যে রাখেন। লেখক রাজা ভৌমিক বলেন, কেন সবার আগে ভগবান গণেশের পূজো করা হয়, তার এই রূপের মাহাত্ম্য কি, আমাদের জীবনে ভগবান গণেশের কি অবদান সেগুলি তুলে ধরতেই এই গ্রন্থের রচনা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বইটির মুখ্য সম্পাদক উপমন্যু মজুমদার। তিনি গ্রন্থ থেকে বিশেষ কয়েকটি অংশ তুলে ধরেন তিনি।
সংবাদপাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
গনেশ চতুর্থীতে প্রকাশিত রাজা ভৌমিকের বই ‘শ্রী গণেশা- দা আইকন অফ সাকসেস’….।

More from BooksMore posts in Books »
- THE KAFILA (CARAVAN) FINDS NEW WHEELS….
- নৃসিংহপ্রসাদ ভাদুড়ী রচিত ‘চৈতন্যদেব’ বিশ্ববাসীর কাছে পৌছে দিতে ইংরেজি পুস্তক প্রকাশিত….।
- Prof. Dr. Nirmal Kanti Chakrabarti, Vice Chancellor of NUJS, Presents Braille Version of the Constitution to Hon’ble Speaker Shri Biman Bandopadhyay….
- শিক্ষার ইতিহাস ও শিক্ষক দিবস……।
- ডিজিটাল যুগেও পড়ুয়াদের গ্রন্থাগারমুখি করার উদ্যোগ কলকাতার স্কুলে…।
- ড.বিবেকানন্দ চক্রবর্তী-র লেখা ‘গদ্য সংগ্রহ’(রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিসম্ভার) প্রকাশিত হল….।
More from InternationalMore posts in International »
Be First to Comment