নিজস্ব প্রতিনিধি : ১৭, ফেব্রুয়ারি, ২০২২। এই বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন খোয়াই আয়োজিত এবং ডঃ প্রবীর রায় (দাদামণি) প্রতিষ্ঠিত জাতীয় শক্তিপীঠ মাইকেল নগরে গত ১২ ই ফেব্রুয়ারি শনিবার একটি মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে ২৫ জন বিশিষ্ট কবি ও শিল্পীর উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উজ্জ্বল উপস্থিতিদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ আশ্রম সংঘের অধ্যক্ষ সারদাত্মানন্দজী মহারাজ, ডঃ প্রবীর রায় ও সমাজসেবী তিনকড়ি দত্ত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মানস পান্ডে, আশীষ ঘোষ, উৎসা কর,বর্ণালী রায়, প্রতিমা সরকার, অমর সরকার, মীরা বালা, অলোক লাহিড়ী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পুতুল দাস মিত্র সহ বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রণব গাঙ্গুলি ও হরেন দাস।
খোয়াই আয়োজিত মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা…।

More from CultureMore posts in Culture »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করেছে… ‘শ্রীচরনেষু মা’!…..
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
Be First to Comment