Press "Enter" to skip to content

খৃষ্ট ধর্মের প্রবক্তা তিনি তিনি আশ্রয় দাতা তিনি বন্ধু তিনি দ্রষ্টা তিনিই জগৎ পিতা…. !

Spread the love

অশোক ব্যানার্জী :- কলকাতা।

আনন্দ লহড়ি বইছে ভূবনে
আজ ক্রিসমাস ডে
যীশুর জন্ম হয়েছিল আজ
বেথেলহামেতে !
ধর্ম যখন মহা সঙ্কটে
অরাজকতায় ভরা
তখনই ঈশ্বর আবির্ভূত হয়ে
রক্ষা করেন ধরা ।
ধর্মের বাণী প্রচার করে
জাগ্রত করেন বিবেক,
যত অনাচার যত অবিচার
যত গোঁড়ামির আবেগ
উৎখাত করে সত্যের বাণী
প্রচার করেন,
জাগ্রত করেন প্রাণ
আজকের দিনে মহা আবির্ভাব,
ঈশ্বরের সন্তান !
খৃষ্ট ধর্মের প্রবক্তা তিনি
তিনি আশ্রয় দাতা
তিনি বন্ধু তিনি দ্রষ্টা
তিনিই জগৎ পিতা !
মানুষের কল্যাণের জন্য
অশুভ শক্তির হাতে
প্রাণ দিয়েছেন যন্ত্রণা সয়ে
নির্লিপ্ততার সাথে ।
যীশু ছিলেন মহা অবতার
সন্তান ঈশ্বরের
স্মরণ করি জন্ম দিনে তার
পঁচিশে ডিসেম্বরের ।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.