নিজস্ব প্রতিনিধি : খড়িগাছি, ৩ নভেম্বর ২০২৪। দক্ষিন ২৪ পরগনার খড়িগাছি ভারত সেবাশ্রম সঙ্ঘের ৪৮ তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠীত হল দুদিন ব্যাপী।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবধারায় সেবা ও আদর্শকে সামনে রেখে জাতি গঠনের উদ্দেশ্যে এবং এলাকার মানুষের উন্নয়নে সোনারপুর স্টেশন থেকে ঢিলছোঁড়া দুরত্বে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল।
এদিনের উৎসবে আশপাশের এলাকা থেকে প্রায় হাজার পাঁচেক মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই গীতা পাঠ, বৈদিক শান্তিযোগ্য,অসহায় মানুষদের বস্ত ও কম্বল বিতরণ সহ নানা অনুষ্ঠান চলে দুদিন ধরে। খরিগাছি আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দনানন্দজি মহারাজ বলেন, সারা বছর ধরেই তারা মানুষের সেবায় নানা কাজ করে থাকেন। অসহায় ও গরিব বাচ্চারাও এখানে বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনা করতে পারে এবং মায়েদের বিভিন্ন রকমের স্বনির্ভর প্রকল্প যেমন সেলাই, হস্তশিল্প সহ নানা বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। বাচ্চাদের জন্য ক্যারাটে শেখানোরও ব্যবস্থা আছে।
দু দিনের এই অনুষ্ঠানে সঙ্ঘের সন্নাসীরা উপস্থিত ছিলেন।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবীণতম সন্ন্যাসী স্বামী দিব্যানন্দ জি মহারাজ ভক্তদের দীক্ষা প্রদান করেন।
তিনি বলেন, আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ মানুষের মধ্যে জাগরণ চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত আবার জাগবে। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের দেখানো সেই পথে সেই পথেই আমরা আজ এগিয়ে চলেছি। যাতে করে সেবা আদর্শ দিয়ে আগামী দিনে সমাজকে একত্রীকরণ করা যায়। এবং সমাজের প্রতিটি কোনায় কোনায় সেবা আদর্শকে ছড়িয়ে দেয়া যায় বন্ধ মনের রুদ্ধ দুয়ার খানি খুলে ধনী দরিদ্র গরিব অসহায় প্রতিটি মানুষ একাকিত্বে লীন হয়ে যায়
খড়িগাছি ভারত সেবাশ্রম সঙ্ঘের বাৎসরিক মহোৎসব….।
More from GeneralMore posts in General »
- শ্যামা সুন্দরী প্রতিযোগিতা ২০২৪….।
- টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রামের যাত্রাশেষ!’…..।
- অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসের উদ্যোগে শ্যামা মায়ের আরাধনা…..।
- আলোয় আলোকিত ইস্টবেঙ্গল….।
- শতাধিক বছরের রীতি মেনে পীরের মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালীপুজোর সূচনা হলো….।
Be First to Comment