নিউজ স্টারডম : খড়দহ, ২৪ জুন ২০২৪। খড়দহ শ্যামসুন্দর মন্দিরে অনুষ্ঠিত হলো রাজরাজেশ্বরী শ্রীমতি বিজয় লক্ষী গোস্বামী মায়ের আহবানে সাধু সম্মেলন ও ধর্মসভা। এই ধর্মসভায় সভাপতিত্ব করেন আদ্যাপীঠের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ব্রহ্মচারী মুরাল ভাই ৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওঙ্কারনাথ মিশনের প্রধান শ্রদ্ধেয় বিঠ্ল মহারাজ৷ উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রমের সংঘের প্রতিষ্ঠাতা সমিরেশ্বর ব্রহ্মচারী। মহানাম ব্রত সম্প্রদায়ের শ্রী বন্ধু গৌরব ব্রহ্মচারী ও অন্যান্য বিশিষ্ট সাধু সন্তগন৷ প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নিগমানন্দ ব্রহ্মচারী অপূর্ব মঙ্গলচরণের সভা শুরু হয় ৷
রাজরাজেশ্বরী মা তার জন্মদিনে বাংলার আধ্যাত্মিক জগতের সমাজের বহু নিত্যানন্দ তৎপরবর্তী গুরু পরম্পরা অবদান আজকের যুবসমাজ বিবেক এবং আধ্যাত্মিক সেবা ধর্মকে জাগিয়ে তোলার প্রয়োজন সম্বন্ধে বলেন ৷ এই অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেছিলেন শ্রী ভার্গব লাহিড়ী ৷ সাধু বর্গের উপস্থিত ও ভাষণের সাধু সেবা, আরতি ‘প্রসাদ সবমিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল এই শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে ৷ এই অনুষ্ঠানকে ঘিরে শ্যামসুন্দরের সেবা থেকে শুরু করে অঞ্চলের সর্ব ধর্ম সমন্বয়ে এক মহাসভার মিলন সভায় পরিণত হলো ৷
সভার সভাপতি ব্রহ্মচারী মুরাল ভাই বলেন আগামী প্রজন্মকে এই ধর্মপ্রাণ ভারতে সনাতন ধর্মকে স্বমর্যাদায় ধরে রাখার আহ্বান করেন ৷
তথ্য ও ছবি সুবল সাহা ৷
Be First to Comment