ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় :কলকাতা,৬অক্টোবর, ২০২৫। (সুরে পাঠযোগ্য ভক্তিগীতি/পদাবলির ঢঙে)
১ জ্যোৎস্নাভরা নিশীথ রাতে, মা, এসো ধীরে ধীরে,
আলো ঢালো হৃদয় মাঝে, দাও করুণার নীড়ে।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
২ তুমি বলো, “কে জাগে এখন?”,
আমরা জেগে তব নাম গাই আপন,
দীপ জ্বেলে রাখি মন্দিরদ্বারে,
চরণ চিহ্ন দিও আমার ঘরে।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
৩ দাও মা শুদ্ধ মন, সত্যবচন,
পাপের পথে না যাই কোনোক্ষণ,
পরিশ্রমে ফল দিও, মা, সোনা,
শান্তির ফুল ফুটুক আমাদের কোণে।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
৪ অভাব নাশো, দাও সন্তোষ,
হিংসা মুছে আনো হিত-বোধ,
বিবেক দাও, বিদ্যার দান,
শুভ্র করো প্রাণ ও প্রাণবান।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
৫ ধন নয় মা, চাই তব প্রেম,
চাই মনেতে শান্তির হেম,
তোমার আলো জ্বালো অন্তরে,
আশা ফুলে ভরো সংসারে।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
৬ জ্যোৎস্নারাতে, শুভ্র রাতে,
এসো মা, থেকো প্রতিক্ষণে,
তোমার কৃপা ঢালো জীবনে,
দাও আলো শুভ কামনাতে।
— হে কোজাগরী জননী লক্ষ্মী, জাগো মা জাগো!
Be First to Comment