**ভূত চতুর্দশী**
—————–
অশোক ব্যানার্জী ::–
ভূত চতুর্দশী আজ
ভূত চতুর্দশী
সব ভূতেরা আসছে, সাথে
ভূতের মাসী পিসি !
ভূতেরা সব পিলপিলিয়ে
কৈলাস থেকে নেমে
হৈ হুল্লোড় করে সবাই
আসছে ক্রমে ক্রমে ।
এই কটা দিন মা কালীর
সঙ্গী হবে বলে
কৈলাস থেকে সব ভূতেরা
আসছে দলে দলে ।
তাইতো বলি ওদের থেকে
বাঁচতে যদি চাও
সবাই মিলে আজকে তবে
চোদ্দো শাক খাও।
Be First to Comment