Last updated on May 17, 2022
মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলকোট, ১৫ মে ২০২২। আজ ১৫ মে রবিবার সারাদিন ব্যাপি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৈচর এলাকায় এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। বাঙ্গুর সিমেন্ট কর্তৃপক্ষের পরিচালনায় এই শিবির টি বলে জানিয়েছেন সংস্থার বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌভিক রায়। এই স্বাস্থ্য শিবিরে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী। অতিথি হিসাবে ছিলেন কৈচর পুলিশ ফাঁড়ির আইসি লাল্টু পান্ডে, সিঙ্গত গ্রামীণ হাসপাতালের ডাঃ অমিত রক্ষিত প্রমুখ। এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা সহ নানান শারীরিক পরীক্ষা চলে। প্রায় দুই শতাধিক এলাকাবাসী এই স্বাস্থ্য শিবিরে এসেছিলেন নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে।
Be First to Comment