নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ মার্চ, ২০২৫।শহর জুড়ে একের পর এক শপিং মল তৈরি হচ্ছে যেখানে ব্রান্ডেড প্রোডাক্টের ভিড়। এবার “মেঘদূত ডিজিটাল প্লাটফর্ম” নামে ডিজিটাল দুনিয়ার শপিং মল চালু করল কলকাতার সিসপিডিয়া টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে একটি স্টার্ট-আপ টেকনোলজি সলিউশন সংস্থা।
সংস্থার নির্দেশক সুমিত বাগচি বলেন, শুধু পণ্য নয়, নানা ধরনের পরিষেবাও পাওয়া যাচ্ছে এখানে। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাউড কিচেন থেকে রেস্তোরাঁ, এবং গ্রাহকদের বিনোদনের মাধ্যমে নানা রকম পুরষ্কার জেতার সুযোগ ও পরবর্তী কালে আসছে কনটেন্ট প্লাটফর্ম।
মেঘদূতে এ লগ-ইন
(www.meghdut.online)
করে গ্রাহকরা ঘরে বসেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পরিষেবা ও পণ্যর অর্ডার দিতে পারবেন। বিশেষ করে উপকৃত হবেন প্রবীণ নাগরিকরা যাঁদের হাতে টাকা রয়েছে, ব্যাঙ্ক ব্যালেন্স আছে, কিন্তু অনেক সময়ই প্রয়োজনীয় জিনিস ও পরিষেবা জোগানোর লোক খুঁজে পান না। এমন দৈনন্দিন সমস্যার সমাধান করছে মেঘদূত , কারণ এখানে “জুতো সেলাই থেকে চন্ডী পাঠ” সব রকম পরিষেবা-প্রদানকারীদের সাথে যোগাযোগ করার সুবিধা রয়েছে। ইলেক্ট্রিসিয়ান, শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র মেরামতি, ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে, শিক্ষক, ফিজিওথেরাপিস্ট, পুরোহিত, বিয়ের পালকি-সানাই, এমনকি ম্যাজিসিয়ান, জ্যোতিষী, ডগ গ্রুমার ও আরো অনেক পরিষেবা বাড়িতে বসে অর্ডার করা যাবে !
তেমনি আবার ১০০% খাঁটি মুদির সামগ্রী, মাছ-মাংস, সবজি থেকে বাড়িতে তৈরি কেক, কুকিস, স্ন্যাক্স ও মিলেটের নানা পদ মিলবে। ফ্যাশন-লাইফস্টাইল জাতিও পণ্য ইত্যাদি মেঘদূতের মাধ্যমে অনায়াসে হোম-ডেলিভারি করিয়ে নেওয়া যাবে।
দ্রষ্টব্য বিষয় হলো মেঘদূত নামি-দামি ব্র্যান্ড নিয়ে কাজ না করে স্থানীয়, ”brandable”, খুচরা-বিক্রেতা এবং পরিষেবা পেশাদারদের নিয়ে এই ডিজিটাল মল স্থাপনা করছে। আমাদের চারিপাশের অসংখ্য “হিডেন জেমস্” আছে যাদের মধ্যে ব্র্যান্ড হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাদের আবিষ্কার করে, লালন-পালন করে, প্রমোট করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী করাই হচ্ছে মেঘদূতের মূল-মন্ত্র।
এই সবই সম্ভব করে দিচ্ছে সিসপিডিয়া -র নিজস্ব-টেকনলজি দ্বারা নির্মিত ডিজিটাল প্লাটফর্ম , যা অনলাইন বিক্রয় করতে এবং বড় উদ্যোগ গুলির সাথে আধুনিক-যুগের ব্যবসায়িক পরিবেশে কমপিট করার ‘হাতিয়ার’ গুলি সহজেই, কম খরচে উপলব্ধি করিয়ে দিচ্ছে।
যে কোনো mall এর মত ডিজিটাল mall এর সাফল্য নির্ধারিত করে গ্রাহকদের আনা-গোনা। তাই গ্রাহকদের কাছে আকর্ষণ বাড়াতে মেঘদূত বিভিন্ন চমকপ্রদ ও লোভনীয় স্কিমস, গেমস ইত্যাদি রেখেছে যার থেকে গ্রাহকরা সহজেই বিভিন্ন প্রকারের Loyalty Points,ক্যাশ-ব্যাক, পুরস্কার ইত্যাদি জিতে নিতে পারে এবং তাই বারে-বারেই মেঘদূত প্লাটফর্মে ফিরে আসতে চাইবে।
সিসপিডিয়া ম্যানেজমেন্ট এর অনুমান, ভবিষ্যতে এই মেঘদূত ডিজিটাল প্লাটফর্মকে কেন্দ্র করে আরো অনেক ক্ষুদ্র-গ্রাহক কেন্দ্রিক ব্যবসা গড়ে উঠবে, যার ফলে মেঘদূত এর সঙ্গে যুক্ত পণ্য বিক্রেতাদের ও পরিষেবা প্রদানকারীদের ব্যবসার ও জীবনের মান আরো অনেকটা সমৃদ্ধ হবে। এবং এটাই হবে মেঘদূত প্লাটফর্মের চূড়ান্ত সার্থকতা।
কেনাকাটা থেকে বিনোদন,নানা সহায়তা দিতে এবার ডিজিটাল শপিং মল তৈরি করল মেঘদূত ডিজিটাল প্লাটফর্ম….।

More from BusinessMore posts in Business »
- Have you seen the Red Envelope yet? A new mystery is unfolding….
- TECNO to Launch POVA Curve 5G on 29th May – A Futuristic Design with Smarter Connectivity and AI….
- “Load the Box” Book Fair – book fair Returns of Acropolis Mall to delight book enthusiasts….
- MG SELECT debuts M9 and Cyberster in Kolkata for an Exclusive Preview…..
- Dabur Amla and Nayab Midha Come Together for a Heartfelt Tribute to Mothers….
- Punita Lal Joins Lupin Board as Additional Director…
More from InternationalMore posts in International »
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান উন্নয়নে মউ স্বাক্ষরিত হল কল্যাণী ও লখনউ-এর মধ্যে তৈরি হবে অভয় পুকুর….।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
Be First to Comment