গোপাল দেবনাথ : কলকাতা, ২৬ মার্চ, ২০২৪। প্রেম নিয়ে ইতিমধ্যে বহু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাংলা হিন্দি, ইংরেজি সহ প্রায় সব ভাষাতেই প্রেমের ছবি তৈরি হয়েছে। প্রেমের গ্যাড়াকল নামের মধ্যেই চূড়ান্ত আকর্ষণ লুকিয়ে আছে। নিলাঞ্জন ভারতী ফিল্মস এর পঞ্চম নিবেদন প্রেমের গ্যাড়াকল-২। কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় কৃষ্ণেন্দু দেবনাথ। গত ১৫ মার্চ লেকটাউনে স্টুডিও ওয়ার্ল্ড এ গান রেকর্ডিং এর মাধ্যমেএই সিনেমার শুভ সূচনা হলো। এদিনের গানে কণ্ঠদান করলেন প্রখ্যাত সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় সাথে সোমা ও নীলাঞ্জনা।
এর আগে প্রেমের গ্যাড়াকল সুপারহিট হওয়ার পর আরও একবার এই সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে প্রেমের গ্যাড়াকল ২ সিনেমার শ্যুটিং হবে। এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন কৃষ্ণেন্দু দেবনাথ। গানে থাকছেন বাবুল সুপ্রিয়, অনুরাধা পাড়োয়াল, অমিত কুমার, সোমা এবং নীলাঞ্জনা। গান লিখেছেন এবং সুরারোপ করেছেন সৌরভ, প্রসেন, পার্থপ্রতিম, প্রাঞ্জল ও নাবমিতা। ডি ও পি- রঞ্জিত মন্ডল। মেকআপ- সন্দীপ হালদার। নৃত্য পরিচালনা- টি বি ডি রাহুল। ফাইটিং- খোকন সাহা। অভিনয়ে- পরান বন্দোপাধ্যায়, কাঞ্চন, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু, মানসী, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা এবং থাকতে পারেন অনুরাধা রায়। দেখা যাবে দুজন নতুন নায়ক এবং দুজন নতুন নায়িকা কে। প্রেমের গ্যাড়াকল ২ সম্পূর্ণভাবে কমেডি ভিত্তিক লাভস্টোরি। পরিচালকের আশা প্রেমের গ্যাড়াকল ২ ও দর্শকদের আশীর্বাদ পাবে।
Be First to Comment