গোপাল দেবনাথ : হুগলি, ২৬ জুলাই, ২০২৩। যারা মঞ্চের নেপথ্যে থাকেন; আলোক সম্পাতে উজ্জ্বল করেন শিল্পীদের, মেক-আপে আরো গ্রহণযোগ্য করে তোলেন কুশীলবদের, শব্দ প্রক্ষেপণের দায়িত্ব নিয়ে শিল্পীর কণ্ঠ পৌঁছে দেন শ্রোতাদের কাছে… মঞ্চের প্রতি, শিল্পের প্রতি নেপথ্যশিল্পী দের দায়বদ্ধতা মঞ্চ শিল্পীদের চেয়ে একটুও কম নয়। বরং বেশি বলা যেতে পারে। এই সব মানুষজন আছে বলেই থিয়েটার ও সিনেমা যথাযথ ভাবে রূপায়ণ করা সম্ভবপর হয়।
আজ বুধবার ২৬ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত আয়োজিত হতে চলেছে BSAWA হুগলী জেলা কমিটি দ্বিতীয় বার্ষিক নাট্য উৎসব… (সারা বাংলার দুঃস্থ ও অসুস্থ নেপথ্য শিল্পীদের সাহায্যার্থে) এই উৎসবের আয়োজন। এই উৎসবে আমন্ত্রিত হয়েছেন কাহিনীকার, চিত্রনাট্যকার ও অভিনেতা অশোক রায়। আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ব্যাকস্টেজ ওয়েলফেয়ার আ্যসোসিয়েশন হুগলী জেলা থেকে, নাট্য আন্দোলনের একজন শরিক হিসেবে অশোক বাবুকে সম্মাননা দিচ্ছেন। উল্লেখ করতে হয় অশোক বাবুর থিয়েটারের সময়কাল ১৯৭৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত। এই অভিনেতা দীর্ঘ ৪৮ বছর ধরে অভিনয়, পরিচালনা, স্ক্রিপ্ট লেখার কাজে যুক্ত রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উত্তরপাড়া গণভবনে এই অনুষ্ঠানে এই অভিনেতা কে সন্মান জানানো হবে। এই প্রতিবেদকের গত জানুয়ারি মাসে মুক্তি পাওয়া অগ্নিমন্থন সিনেমায় অশোক বাবুর সাথে কাজ করার সুযোগ হয়ে ছিল।
অশোক রায় এর কাহিনী অবলম্বনে এই সিনেমা পরিচালনা করে ছিলেন প্রবীর রায়। অশোক বাবু একটি বড় চরিত্রে বলিষ্ঠ অভিনয় করে ছিলেন। এই সিনেমা দেশ ও বিদেশের নানা প্রান্তে পুরস্কৃত হয়েছে।
Be First to Comment