মধুমিতা শাস্ত্রী : কলকাতা, ২০ মার্চ ২০২২। কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে সম্প্রতি বিতর্ক হচ্ছে। অনেকেই বলছেন ছবিটি বিজেপির প্রোপাগান্ডামূলক। এই প্রসঙ্গে বলার কথা এটাই যে, এই ঘটনা নতুন নয়। সিনেমা অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম এবং যুগে যুগে দেশে দেশে শাসকশ্রেণি একে নিজেদের প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের দেশের কথাই আগে বলি। ১৯৬৫ সালে বলিউডের হিরো মনোজকুমার ওরফে ভরতকুমার ওরফে হরিকৃষেন গিরি গোস্বামী ‘শহিদ’ নামে ভগৎ সিংয়ের জীবনী অবলম্বনে একটি ছবি বানিয়েছিলেন। তখন ভারত-পাকিস্তান যুদ্ধ সবে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান স্লোগান দিয়েছেন। শহিদ সিনেমার সাফল্য দেখে তিনি ধরলেন গিয়ে মনোজকুমারকে। অনুরোধ, তাঁর জয় জওয়ান জয় কিষান স্লোগান নিয়ে একটা সিনেমা বানাতে হবে। মনোজকুমার বানালেন ‘উপকার’। মুক্তি পেল ১৯৬৭ সালে। ছবি সুপারহিট। এরপর মনোজকুমার ‘পূরব আউর পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’ প্রভৃতি দেশভক্তিমূলক ছবি বানিয়েছিলেন।
প্রোপাগান্ডা মূলক ছবি বানানোর কাজটা অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছিল নাজি জমানায়, জার্মানিতে। গোয়েবলসের অধীনে ‘রাইখস চেম্বার অব সিনেমা’ নামে একটি দপ্তর ছিল। সেখানে জার্মানির প্রথিতযশা পরিচালকরা হিটলারের গুণকির্তন করে ছবি বানাতেন। জার্মানির পরিচালক ও টেকনিশিয়ানরা ছিলেন খুব উচ্চমানের। ফলো ছবিগুলিও হতো উন্নতমানের। একজন পরিচালকের কথা বলাই যায়। তিনি লেনি রুফানস্টল নামে এক মহিলা। ছিলেন অভিনেত্রী। পরিচালক হয়ে ‘ট্রায়াম্ফ অব উইলি’ নামে নাজি প্রচারমূলক একটি ছবি বানিয়েছিলেন। ছবিটি এতই ভালো হয়েছিল যে, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছিল। হিটলারের কথা বাদ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকরা ভিয়েতনামে নিজেদের লজ্জাস্কর হার ঢাকতে হলিউডের হিরোদের দিয়ে মার্কিন সেনার প্রশস্তিমূলক একের পর এক ছবি বানাতে শুরু করল। সিলভস্টার স্টালোনের ফার্স্ট ব্লাড, গুডমর্নিং ভিয়েতনাম প্রভৃতি ছবির নাম করাই যায়। এইসব ছবিতে মার্কিন সেনাদের মহৎ এবং ভিয়েতকংদের বর্বর নৃশংস হিসেবে দেখানো হতো।
জেমস বন্ডের একাধিক ছবিতে সোভিয়েত ইউনিয়ন ও কম্যুনিস্ট ব্লকের দেশগুলিকে মানবতার শত্রু আর ব্রিটেন ও আমেরিকাকে বিশ্বের রক্ষাকর্তা হিসেবে দেখানোই ছিল রেওয়াজ। সোভিয়েত ইউনিয়ন ও কমুনিস্ট দেশগুলির পতনের পর স্বভাবতই হলিউডের ছবির ভিলেনও পাল্টে গিয়েছে। হয় তারা উত্তর কোরিয়া, চীনের লোক। না হলে আফগানিস্তান কিংবা ইরান অথবা পশ্চিম এশিয়ার কোনও শত্রু দেশের।
আমাদের দেশে মনে করুন জে পি দত্তার বর্ডার, অক্ষয়কুমারের মিশন মঙ্গল, কেশরী কিংবা ভিকি কৌশল অভিনীত উরি প্রভৃতি ছবির কথা। সেগুলিও এই গোত্রেরই।
সব শেষে আমার প্রিয় পরিচালক ঋত্বিক ঘটকের কথা বলি। তিনি কিন্তু নিজেকে খোলাখুলি প্রোপাগান্ডিস্ট বলতে দ্বিধা করতেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিনেমার প্রেমে আমি পড়িনি মশাই। যেদিন এর থেকে বেটার মিডিয়াম আসবে, সেদিন সিনেমার মুখে লাথি মেরে চলে যাব। তিনি মনে করতেন, সিনেমার দ্বারা একসঙ্গে অনেক মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়া যায়। তবে বাকিদের সঙ্গে তাঁর পার্থক্য হল, তাঁকে কোনও দেশের শাসক শ্রেণি খাতায়কলমে বা বকলমে দায়িত্ব দেয়নি। তিনি নিজের তাগিদে শাসকের বিরুদ্ধে সিনেমাকে হাতিয়ার করেছিলেন।
অতএব ‘কাশ্মীর ফাইলস’ পার্ট অব দ্য গেম। দেখুন, সমালোচনা করুন, বিরোধিতা করুন। কিন্তু ব্যান করার দাবি তুলবেন না। না হলে গণতান্ত্রিক পরিসর এখনও যেটুকু আছে সেটা নষ্ট হবে।
‘কাশ্মীর ফাইলস’ পার্ট অব দ্য গেম। দেখুন, সমালোচনা করুন, বিরোধিতা করুন। কিন্তু ব্যান করার দাবি তুলবেন না……।

More from CinemaMore posts in Cinema »
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- Camellia Productions’ Oti Uttam Secures Spot in Limca Book of Records 2025 for Longest Use of Reused Archival Footage…..
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
- বাঙালিয়ানার মধ্যে বাংলা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ও ছবির উৎসব সুতানুটি শর্টস্….।
- ১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মহা সমারোহে সম্মানিত পুরস্কারে ভূষিত হলেন শিল্পীরা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
More from InternationalMore posts in International »
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
Be First to Comment