গোপাল দেবনাথ : কলকাতা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫। ভারতবর্ষে বর্তমানে ব্যাঙ্কিং ব্যবস্থা যথেষ্ট আশাপ্রদ। জীবনের প্রতিটি মুহূর্তে ব্যাংক আমাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা যেতে পারে। দেশের প্রতিটি কোনায় জনগণের জন্য আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা। তবে সরকারি ব্যাংকের কথা বলতে গেলে যে ব্যাংকগুলির নাম প্রথম সারিতে আসে তাদের মধ্যে অন্যতম কানাড়া ব্যাংক।বর্তমানে কর্ণাটকের এই ব্যাংকটি দেশের মধ্যে চতুর্থস্থান অধিকার করে আছে। জনগণের সেবায় শতাব্দী প্রাচীন এই ব্যাংকটির সারা দেশজুড়ে ৯৮১৬ টি শাখায় বিস্তৃত রয়েছে। কলকাতায় আছে ৬২ টি শাখা। এমনকি আন্তর্জাতিক শাখা আছে ৪টি। কানাড়া ব্যাংক বেলেঘাটা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন একজিকিউটিভ ডিরেক্টর শ্রী দেবাশীষ মুখার্জী ও জেনারেল ম্যানেজার সার্কেল অফিস কলকাতা।শ্রী কল্যাণ মুখার্জী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার, কলকাতা রিজিয়ন অফিস ১। শ্রী অরূপ সিনহা, শাখা প্রবন্ধক শ্রী সৈকত দত্ত, শ্রী জয়ন্ত ভট্টাচার্য্য ও বিমল মজুমদার। দেবাশীষবাবু কে শাল, পুষ্প স্তবক ও মা দুর্গার মূর্তি দিয়ে সন্মাননা প্রদান করেন বেলেঘাটা ৩৩ পল্লীর সদস্যবৃন্দ।
Be First to Comment