গোপাল দেবনাথ : কানপুর, ২১ এপ্রিল, ২০২৪। কানপুর ‘উৎসরণ’এর ব্যবস্থাপনায় লাজপত গ্রাউন্ড মতিঝিলে শনিবার ২০ এপ্রিল থেকে শুরু হলো দুদিন ব্যাপী”উত্তর প্রদেশ বাংলা মেলা ও পুস্তক মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করলেন সাহিত্যিক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। নৃত্য ,গান, সাহিত্য সেমিনারে জমে উঠেছে এই মেলা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী কার্তিকদাস বাউল ও অর্নব দত্ত।
এদিনের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অঙ্কিত ঘোষাল। প্রায় তিন লক্ষ বাংলাভাষী মানুষের বাস কানপুর শহরে। বলা যেতে পারে তাঁদের একটা বড় অংশই সামিল হয়েছেন এই আনন্দ উৎসবে। এই মেলায় বাংলা বই থেকে লাউ চিংড়ি সবই মিলছে উৎসবের স্টল গুলোতে। উৎসব প্রাঙ্গনে প্রবেশ করলে মনে হবে আপনি ,উত্তর প্রদেশ নয়,বাংলার কোন মেলাতেই আছেন। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্য্যন্ত চলছে স্থানীয় ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের অনুষ্ঠান। রয়েছে বাঙালি পোশাকে ফ্যাশন শো।
বইমেলার দায়িত্বে কলকাতার পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। পাওয়া যাচ্ছে দে’জ, পত্রভারতী, দেব সাহিত্য কুটির সহ কলকাতার বিভিন্ন অভিজাত সংস্থার বই। হাতে গরম নিজের পছন্দের বই পেয়ে ক্রেতারা খুবই খুশি।
Be First to Comment