**এসো সবাই মজা করে পায়েস পিঠে খাই।**
অশোক ব্যানার্জী :::—
আহ্ উঃ আঃ
আর যে পারিনা।
পারদ গেছে নেমে
যাচ্ছি শীতে জমে
শীত পড়েছে জবর
আছে কোনো খবর
নামছে পারদ আরো ?
কেউ কি বলতে পারো
কোথায় গিয়ে ঠেকবে
আর কদ্দুর নামবে?
কাঁপছি ত ঠক্ ঠক্
করো না বকবক
পাঁয়তারাটা থামাও
শীতকে এবার ঠেকাও ।
এই শীতেতেই কাবু !
কেমন তুমি বাপু ?
শীত কাকে বলে
দেখবে এস চলে ।
এই বঙ্গেই যত
পারদ লামল কত
দিচ্ছি হিসেব আমি
মিলিয়ে নিও তুমি ।
পেয়েছ কি আচ ?
দার্জিলিংয়ে তিন .পাঁচ?
শ্রীনিকেতন, পুরুলিয়া
বর্ধমানেও সাত,আট,জেনো,
কলকাতাতে এগারোতেই
ঠক্ ঠকা ঠক্ কাঁপছ কেন ?
দেখ উত্তর ভারত জুড়ে
শীত আজ রাজত্ব করে
তবুও কারো হেলদোল নেই
কাটাচ্ছে বেশ মজা করেই।
তুমিও কর তাই,
এসো সবাই মজা করে
পায়েস পিঠে খাই।
Be First to Comment