নিউজ স্টারডম : মুম্বাই, ৩, নভেম্বর ২০২০: কল্যাণ জুয়েলার্স এক নতুন ডিজিটাল ভিডিও ক্যাম্পেন লঞ্চ করার মধ্যে দিয়ে নিয়ে এল উৎসবের গয়নার সাম্প্রতিকতম সম্ভার অমেয়। এই অ্যাড ফিল্মে দেখা যাচ্ছে এক গেটওলা তল্লাটে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ একসাথে আলোর উৎসব উদযাপন করছেন। এই বিজ্ঞাপনে বর্তমান পরিস্থিতিও দেখানো হয়েছে, যেখানে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত যোদ্ধাদের উৎসবের মরসুমে পরিবারকে ছেড়ে থাকতে হচ্ছে।
এই ক্যাম্পেন ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবেশীরা একত্রে সেরকম একটা পরিবারের দীপাবলি আরো আলোকিত করে তুলছেন এমন একটা উপহার দিয়ে, যা মুখে হাসি এনে দিতে বাধ্য। এই ভিডিওর মাধ্যমে বিশেষ

করে #TraditionOfTogetherness তুলে ধরা হয়েছে। এই ক্যাম্পেনের মাধ্যমে কল্যাণ জুয়েলার্স যে বার্তা দিতে চাইছে তা হল, উৎসবের মেজাজ বজায় রাখতে একে অপরের পাশে আরো ঘনিষ্ঠভাবে থাকা দরকার।

এই নতুন ক্যাম্পেন সম্বন্ধে কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী রমেশ কল্যাণরমন বলেন, “আমরা চেয়েছিলাম আমাদের দীপাবলি ক্যাম্পেন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের পুরোভাগে থাকা যোদ্ধাদের নিঃস্বার্থ সেবাকে অভিবাদন জানাক, আবার এই অসাধারণ উৎসবের মূল সুর আর মেজাজটাকেও ধরুক। অমেয় কথাটার অর্থ হল সীমাহীন। এই সম্ভারে উৎসবের গয়নার বৈচিত্র্য সীমাহীন। এই সুলভ সম্ভার এ বছরের উৎসবে ক্রেতাদের জন্য আমাদের উপহার।”

সোনা আর হীরের সঙ্গে চুনী, পান্না, মুক্তো এবং অন্যান্য মূল্যবান পাথর মিলিয়ে তৈরি হয়েছে এই সম্ভারের গয়নাগুলো। অমেয় নাম থেকেই বোঝা যাচ্ছে, এখানে সীমাহীন বৈচিত্র্য। নিজের পছন্দ মত গড়ে নেওয়ার বিকল্প থাকায় এই সম্ভার অনেক বেশি নমনীয়। সাবেকি কায়দায় তৈরি অ্যান্টিক ডিজাইন, কুন্দন আর পলকাটার কাজ, ঐতিহ্যের দ্বারা প্রেরিত টেম্পল ডিজাইন, মূল্যবান পাথর আর পলকাটা হীরের নকশা করা গয়না — সবই এই সম্ভারে আছে।

এ বছরের উৎসবের মরসুমের জন্য কল্যাণ জুয়েলার্স ৩০০ কেজি গোল্ড গিভঅ্যাওয়ে ক্যাম্পেনের অঙ্গ হিসাবে একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। কল্যাণ জুয়েলার্সের ক্রেতারা তাঁদের কেনাকাটার জন্য তৎক্ষণাৎ ভাঙানোর মত ভাউচার পাবেন অথবা সোনার কয়েন পাবেন, যার মোট ওজন ঐ ৩০০ কেজি। গয়নায় যেসব ছাড় দেওয়া হচ্ছে, ভাউচারগুলোর সাহায্যে সেগুলো পাওয়া যাবে। সোনার গয়নায় নষ্ট হওয়া সোনার উপর ২০%-৫০% ছাড় পাওয়া যাবে, হীরের গয়নায় পাওয়া যাবে ২৫% পর্যন্ত ছাড়। এই অফার ৩০শে নভেম্বর পর্যন্ত চালু থাকবে। অমেয় -র নতুন বিজ্ঞাপন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আর ব্র্যান্ডের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রচার করা হবে।

About Kalyan Jewellers:
Headquartered in Thrissur, Kerala, the company is a jewellery manufacturer. Starting with the first jewellery showroom in 1993, Kalyan Jewellers has enjoyed a long-standing presence in the Indian market for over two decades. Kalyan Jewellers was among the pioneers in the Indian jewellery market in (a) educating consumers about certain industry issues such as the transparency, gold purity, weight, component of jewellery prices; (b) instituting the highest quality standards for its jewellery, and (c) introducing complete price transparency with its products. Kalyan offers an array of traditional and contemporary jewellery designs in gold, diamonds and precious stones catering to the distinct needs of the customers. Kalyan Jewellers has grown to 137 showrooms, as of June 30, 2020, across Middle East and India.
ক্যাম্পেন ভিডিও দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে:
https://www.youtube.com/watch?v=DRrA5G6svgs

Be First to Comment