রুবি শর্মা : কল্যাণী, ১ সেপ্টেম্বর, ২০২৪। গত ২৩ আগস্ট শুরু হওয়া জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দশ দিনের সাংবাদিকতার কর্মশালা শেষ হল আজ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানালেন, “এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছে। কেউ কেউ নিজেই চ্যানেল খুলে রোজগার করছে। বর্তমানে সাংবাদিকদের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে। তাই বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই কর্মশালা।”
পত্রপত্রিকার পাশাপাশি রেডিয়ো, টেলিভিশন, এফ.এম, সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে এই কর্মশালায়। জানা গেল, দশ দিনের এই কর্মশালায় হাতেকলমে সাংবাদিকতার পাঠ দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ও বেতারের সাংবাদিক ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিসের অধ্যাপকেরা। বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানিয়েছেন,
“মানুষের কাছে সঠিক তথ্য নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়ার জন্যেই এই কর্মশালায় আমরা সাংবাদিক গড়ার কাজে লেগেছি। তা ছাড়া শিক্ষিত বেকারদের প্লেসমেন্ট দেওয়ায় ব্যাপারটা তো আছেই।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. তুষার পটুয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত।
Be First to Comment