নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ৯ জুলাই, ২০২৪। মাইকেল মধুসূদনকে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনাসভা। “মধুসূদন মিষ্টি কবি। বাংলা কাব্য ও নাটকে তিনি মধুসম মিষ্টি স্বাদ এনেছেন। জন্মের দুশো বছরেও সেই স্বাদ অমলিন। আমরা আজ তাঁকে নতুন করে পেলাম।” প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে এমনই জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। বহুদিন আগে বঙ্কিম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় মধুকবি সম্পর্কে লিখেছিলেন, “…জাতীয় পতাকা উড়াইয়া দাও—তাহাতে নাম লেখো শ্রীমধুসূদন।” সেই রেশ টেনেই প্রাবন্ধিক বারিদবরণ ঘোষ জানালেন, “বাঙালিরা আজও তাঁদের মন পতাকায় শ্রীমধুসূদন লিখে চলেছেন। যত দিন বাংলা সাহিত্য থাকবে তত দিন শ্রীমধুসূদনও থাকবেন।”
সূচনায় শ্রীমধুসূদন রচিত, বিভাগের গবেষক উজ্জ্বল গরাই সুরারোপিত “হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন…।” গানটি যথাযথ হয়েছে। অনুষ্ঠানের দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তের নেতৃত্বে ‘দ্বিশতবর্ষে মধুসূদন’ আলোচনাসভাটিতে যোগ দেয় প্রায় ছয়শো দর্শক। বর্তমান সময়ে মধুসূদনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার জানালেন, “নাটক, কবিতা, প্রহসন, সনেট সব ক্ষেত্রেই তাঁর অবদান চিরস্মরণীয়। যদি তাই না হত তবে মেঘনাদবধ কাব্যকে নিয়ে আমার নির্মিত নাটক বহু দিন ধরে হাউসফুল হত না।” এ ছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপক মল্লিক, অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে মধুসূদনকে নিয়ে রচিত প্রায় দুশোটি নতুন পেপার পঠিত হয় বাংলা বিভাগে। আলোচনাসভার দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত যৌথভাবে জানালেন, “বাছাই করা পেপার নিয়ে অচিরেই দ্বিশতবর্ষে মধুসূদন বইটি প্রকাশিত হবে এই বিশ্ববিদ্যালয় থেকে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অলোক ঘোষ প্রমুখ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনাসভা মধুসূদনকে নিয়ে…..।
More from BooksMore posts in Books »
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- প্রকাশিত হল সুধীর কুমার মিত্রের ‘বাংলার পাঁচ স্মরণীয় বিপ্লবী’….।
- 48th International Kolkata Book Fair….
- হাওড়া জেলার পাতিহালে এ টি দেব-এর বাড়ির দুর্গাপুজো….।
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- প্রেসক্লাবে প্রকাশিত হল তপন কুমার সামন্ত’র লেখা ধানের শীষে স্বপ্ন আছে নতুন ভোরের ….।
More from EducationMore posts in Education »
- “Universal AI University, supported by PROLEARNZ, hosted Educators’ Meet in Kolkata to Discuss AI’s Role in Transforming Classrooms”…..
- All India Council for Technical Education (AICTE) & Ministry of Education Innovation Cell organises Innovation Design and Entrepreneurship Boot camp at Sister Nivedita University on 29th & 30th November 2024…..
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা
- নিবেদিতা বিদ্যালয়ের ১২৫ তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে….।
- Global Scholastics to help students find their universities worldwide for higher studies….
- “Wandering Mind by Sradhanjali” – Art Therapy Workshop Success in Barrackpore….
More from InternationalMore posts in International »
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- The Golden tree of Indrajal….
- Manisha Gir Receives Golden Book Award for her book ‘ Hema – Hamida’….
- জার্মানিতে নেতাজি কন্যা অনিতা বসু পাফ কে সংবর্ধনা দিল ‘লিগ্যাল এইড ফোরাম’….।
- বাংলা অনুবাদে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত পুস্তক নিয়ে আলোচনা হল সাহিত্য অকাদেমির প্রেক্ষাগৃহে…..।
- গিরিশ চন্দ্র ঘোষের ঘনিষ্ঠ বন্ধু মতিলাল রায় রামকৃষ্ণ পরমহংসদেবের আর্শীবাদ লাভ করেন….।
Be First to Comment