নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ৯ জুলাই, ২০২৪। মাইকেল মধুসূদনকে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনাসভা। “মধুসূদন মিষ্টি কবি। বাংলা কাব্য ও নাটকে তিনি মধুসম মিষ্টি স্বাদ এনেছেন। জন্মের দুশো বছরেও সেই স্বাদ অমলিন। আমরা আজ তাঁকে নতুন করে পেলাম।” প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে এমনই জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। বহুদিন আগে বঙ্কিম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় মধুকবি সম্পর্কে লিখেছিলেন, “…জাতীয় পতাকা উড়াইয়া দাও—তাহাতে নাম লেখো শ্রীমধুসূদন।” সেই রেশ টেনেই প্রাবন্ধিক বারিদবরণ ঘোষ জানালেন, “বাঙালিরা আজও তাঁদের মন পতাকায় শ্রীমধুসূদন লিখে চলেছেন। যত দিন বাংলা সাহিত্য থাকবে তত দিন শ্রীমধুসূদনও থাকবেন।”
সূচনায় শ্রীমধুসূদন রচিত, বিভাগের গবেষক উজ্জ্বল গরাই সুরারোপিত “হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন…।” গানটি যথাযথ হয়েছে। অনুষ্ঠানের দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তের নেতৃত্বে ‘দ্বিশতবর্ষে মধুসূদন’ আলোচনাসভাটিতে যোগ দেয় প্রায় ছয়শো দর্শক। বর্তমান সময়ে মধুসূদনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার জানালেন, “নাটক, কবিতা, প্রহসন, সনেট সব ক্ষেত্রেই তাঁর অবদান চিরস্মরণীয়। যদি তাই না হত তবে মেঘনাদবধ কাব্যকে নিয়ে আমার নির্মিত নাটক বহু দিন ধরে হাউসফুল হত না।” এ ছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপক মল্লিক, অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে মধুসূদনকে নিয়ে রচিত প্রায় দুশোটি নতুন পেপার পঠিত হয় বাংলা বিভাগে। আলোচনাসভার দুই আহ্বায়ক ড. তুষার পটুয়া ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত যৌথভাবে জানালেন, “বাছাই করা পেপার নিয়ে অচিরেই দ্বিশতবর্ষে মধুসূদন বইটি প্রকাশিত হবে এই বিশ্ববিদ্যালয় থেকে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অলোক ঘোষ প্রমুখ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনাসভা মধুসূদনকে নিয়ে…..।

More from BooksMore posts in Books »
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের লেখা ‘ধর্ম,দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশিত হল…।
- একুশে ফেব্রুয়ারী….।
- Immunotherapy unlocks new frontiers for cervical cancer treatment….
- কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় “কুলিশ প্রকাশনী” প্রকাশ করল একশো পাতার নাটক ও কবিতার বই….।
- কলকাতা বইমেলায় প্রকাশিত হল সৌম্য ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস ‘দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যা’…।
More from EducationMore posts in Education »
- Innovación 2025: A Grand Celebration of Technology and Innovation at IEM-UEM Group….
- বারাসাত ক্যাম্পাসে আদিত্য গ্রুপের ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন….।
- ICAI Unveils Its Third Centre of Excellence in Kolkata, fostering Research and Innovation mn..
- ICAI holds Convocation Ceremony at 13 locations across the Country….
- কলকাতা বইমেলায় নস্টালজিক কল্যাণীর প্রাক্তনীরা….।
- চন্ডীপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন…।
More from InternationalMore posts in International »
- মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মার টিম ইন্ডিয়া ব্রিগেড….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- কানে শোনার সমস্যা কমাতে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শ্রবণ সুরক্ষায় পদযাত্রা আয়োজিত হলো….।
- নব যুব সম্মিলনীর মোহনবাগানের আই এস এল লীগ শিল্ড জয় উদযাপন করলো…।
- কৃষি শিল্প সহ পশ্চিমবঙ্গের উন্নয়ন খাতে ৩.৮০ লক্ষ কোটি টাকার ঋণ ঘোষণা করল নাবার্ড….।
- ” শিব রাত্রি ও কাশীর বিশ্বনাথ “!..
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
Be First to Comment