নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ১৯ মে, ২০২৫। মাতৃভাষা রক্ষায় একুশে ফেব্রুয়ারির মতোই ১৯ মে দিনটিও বাঙালিদের কাছে ভীষণই আবেগের। পৃথিবী জুড়ে একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করলেও উনিশে মে এখনও যেন ব্রাত্য থেকে গেছে বাঙালির মনে। তাই বরাক উপত্যকার ১১ জন শহিদ স্মরণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সোমবার পালিত হল উনিশে মে। শুধু স্মৃতিতর্পণই নয়, ভাষা শহিদদের রক্ত ঝরার দিনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিনের শিবিরে স্বেচ্ছা রক্তদান করলেন ৩৬ জন । প্রায় চারশো ছাত্রছাত্রী, গবেষকের উপস্থিতিতে বক্তব্য রাখেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড. তুষার পটুয়া।
রক্তদান শিবিরের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল বললেন, “মাতৃভাষা বাংলার গুরুত্ব উপলব্ধি করে বাংলা ভাষাভাষী মানুষ যে আন্দোলন করেছিলেন, তারই ফলস্বরূপ আজ আসামের বাঙালিরা বাংলায় কথা বলছেন। আশা রাখব, কল্যাণী বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এগিয়ে আসবে বরাকের ভাষা শহিদ স্মরণে।”
১৯৬১ সালের ১৯ মে শিলচরে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে পুলিশের গুলি চালনায় শহিদ হন ১১ জন বাঙালি। যেমন কমলা ভট্টাচার্য, শচীন্দ্রচন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, সুনীল সরকার, কানাইলাল নিয়োগী, কুমুদরঞ্জন দাস, তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ। উল্লেখ্য, কমলা ভট্টাচার্য মাত্র ১৬ বছর বয়সে শহিদ হন। তিনিই পৃথিবীর প্রথম মহিলা যিনি ভাষার জন্যে প্রাণ দিয়েছিলেন। অনুষ্ঠানে স্মৃতি রোমন্থন করে আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী জানালেন, “১৯ মে বরাক উপত্যকায় বাঙালিদের রক্ত ঝরেছিল। শহিদদের শ্রাদ্ধের দিন ৩০ মে আসামের সমস্ত বাঙালি বাড়িতে অরন্ধন ছিল। আমার বয়স তখন ছ’ বছর, স্পষ্ট মনে আছে। আশা করব আগামীদিনে আসামের বাঙালিরাও এই দিনটিতে রক্তদান করে শহিদদের স্মরণ করবেন।”
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরার দিনেই রক্তদান

More from EducationMore posts in Education »
- WB CM Mamata Banerjee inaugurates Techno India Group World School in Siliguri….
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- Twin Triumphs of Tenacity in CBSE 2025: Exemplary Results by SAIoneers….
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- রাস্তায় ফেলে দেওয়া বর্জ্য পুনর্ব্যবহার করে পুরষ্কৃত হলো কলকাতা ও শহরতলির স্কুলগুলি….।
- National level conference on Autism:Womb To Cradle Perinatology Conference….
More from HealthMore posts in Health »
- Motherhood Hospitals launches its 25th. hospital in Kolkata, Elevating Women & Children’s Healthcare in Eastern India…..
- Punita Lal Joins Lupin Board as Additional Director…
- “গরম থেকে বাঁচুন” নিয়ম মেনে চলুন সুস্থ থাকবেন…।
- Life Saved Through Love: Narayana Hospital RN Tagore Hospital, Mukundapur, Performs Successful Liver Transplant with Wife as Living Donor…..
- Manipal Hospitals Kolkata Celebrated the Spirit of Motherhood with Warm Tribute on Mother’s Day….
- মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে ক্যানসার জয় করে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিল, চিকিৎসাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলো….।
More from InternationalMore posts in International »
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
Be First to Comment