শিখা দেব : কলকাতা, ১৩ এপ্রিল, ২০২৪। কলকাতা ফুটবল লিগের প্রথম ডার্বি ম্যাচে বাজিমাত করল ইস্টবেঙ্গল ২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে। তবে ডার্বি ম্যাচের সেই উন্মাদনা নেই। মাঠে দর্শকের অভাব। তাই দুই দলের লড়াই সেই ভাবে মন ভরলো না। সাদামাটা ম্যাচে লাল হলুদ ফুটবলারদের প্রাধান্য ছিল।
খেলার প্রথম পর্বে কোনও পক্ষই গোল পায় নি।
দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল খেলার ছক বদল করে গোল পেয়ে যায়। খেলার ৫১ মিনিটে মোহনবাগানের রক্ষণভাগের ভুলে পি ভি বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। অল্প কিছু সময়ের ব্যবধানে গোল পেয়ে যায় লালহলুদ শিবির। এবারের গোলদাতা জেসিন।দারুন গোল করেন। খেলার শেষ ১৫ মিনিট ইস্টবেঙ্গল দশ জন খেলে। জেসিন দুবার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দ্বিতীয় পর্বের সংযোজিত সময়ের শেষ মুহূর্তে মোহনবাগানের সুহেল গোল করে ব্যবধান কমান। ভু মোহনবাগান পরপর তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করল। ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচ জিতে হ্যাটট্রিক করল।
ছবি: মানস চক্রবর্তী
কলকাতা লিগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বাজিমাত….।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from SportMore posts in Sport »
- Record-Breaking Registrations Continue as Excitement Builds for the 10th Tata Steel World 25K Countdown….
- Kolkata Police Safe Drive Save Life Half Marathon 2026 will now be the Qualifier for the World Masters Athletics Championship….
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
- বিশ্বজয়ী ‘দুয়ার ভাঙা’ মেয়েদের দেখে অনেক অভিভাবকই সাহস করে নিজের মেয়েটিকে নিয়ে এ বার ক্রিকেট কোচিং ক্যাম্পে ভিড় জমাবেন….।
- Cricket Association of Bengal Celebrates Team India’s Triumph at ICC Women’s Cricket World Cup 2025 with Grand Illumination….
- দক্ষিণ আফ্রিকা কে পরাজিত করে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল…।










Be First to Comment