Press "Enter" to skip to content

কলকাতা বুক ফেয়ার ২০২২এর আনুষ্ঠানিক ঘোষণা হলো কলকাতা প্রেসক্লাবে…..।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ১২ নভেম্বর ২০২১। চিনে বই সংগ্রহের কাজ শুরু হয়েছিল ৯৬০ খ্রিস্টাব্দে। বলা হতো শানবিন। পনেরো শতকে জোহানস গুতেনবার্গ ছাপাখানার যন্ত্র আবিষ্কারের পরপরই জার্মানির লিপজিগে শুরু হয় প্রথম বইমেলা। যদিও অনেকে বলেন, বিশ্বে বইমেলা প্রথম শুরু ফ্রাঙ্কফুর্ট শহরে হলেও প্রচারের জৌলুসে রিপজিগ প্রচার প্রায়।

১৭ শ শতাব্দী থেকে ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই বইমেলা অনুষ্ঠিত হতে থাকে। কলকাতার বইমেলার শুরু ১৯৭৬ সালে।বয়সের হিসেবে কলকাতার বইমেলা নেহাতই শিশু হলেও মাত্র বারো বছরের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে কলকাতা বইমেলা।

২০২০ তে করোনা পরিস্থিতিতে বইমেলা হয়নি। রাজ্য সরকারের সবুজ সংকেত মেলায় ৩১জানুয়ারি ২০২২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬তম বইমেলা হতে চলেছে। চেষ্টা হচ্ছে মেলার দিন ১৩ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে। এবার ফোকাস থিম কান্ট্রি বাংলাদেশ।বইমেলা কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। শেখ হাসিনা সম্মতি জানিয়েছেন।

কলকাতার প্রেসক্লাবে বইমেলার আনুষ্ঠানিক ঘোষণার জন্য এক সাংবাদিক সম্মেলনে মেলা কর্তৃপক্ষের পক্ষে সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান,এবার বইমেলায় যেমন পালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ, তেমনই পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর। পাশাপাশি পালিত হবে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস,নেতাজির ১২৫ তম জন্মদিবস ও সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী ।

বইমেলার স্টলের আবেদন জমা নেওয়া হবে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। যেহেতু করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তাই কঠোরভাবে পালিত হবে বিশেষ বিধিনিষেধ। শেষপর্যন্ত কতগুলি বিদেশি রাষ্ট্র বা বিদেশি প্রকাশনা সংস্থা এবার আসবে তা বলা যাচ্ছে না। তাই ভার্চুয়াল টেকনোলজি প্রয়োগ করে বিশ্বের সর্বত্র পৌঁছে যাবে কলকাতা বইমেলার ছবি। ভার্চুয়ালি প্রযুক্তিতে উৎসাহীরা যোগ দিতে পারবেন এই বইমেলায়। সাংবাদিকদের প্রশ্ন ছিল,তবে কি এবার দুয়ারে বইমেলা হতে চলেছে?

More from BooksMore posts in Books »
More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.