Press "Enter" to skip to content

কলকাতা প্রেস ক্লাবে নাসরিন নাজমা’র ‘কথা হারানোর জার্নাল’ প্রকাশিত হলো……।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৪, জানুয়ারি, ২০২১। গতবছর থেকে বিশ্বব্যাপী করোনা মহামারী মানুষের জীবন স্তব্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। মানুষ কর্মহীন হয়েছে। নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছে। সাধারণ অসহায় মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে নিজের জীবনের বাজি রেখে এবং নিজের পরিবার পরিজন ছেড়ে যে সকল মানুষ কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সহ সাংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।

এমনই একজন নারী নাসরিন নাজমা যিনি রাজারহাটে কোয়ারেন্টিন সেন্টারে করোনা আক্রান্তদের সেবা করতে করতেই নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে ‘কথা হারানোর জার্নাল’ নামে একটি বই লিখে ফেললেন। প্রথমদিকে তার সঞ্চিত অভিজ্ঞতাগুলো নিজের ফেসবুক সহ বিভিন্ন পোর্টালে প্রচুর প্রশংসা পেতে থাকে। সেই সব গুণগ্রাহী পাঠকদের অনুপ্রেরণায় পুস্তক প্রকাশনী সংস্থা ‘বইতরণী’ র পূর্ণাঙ্গ সহযোগিতায় প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে।

লেখিকা নাসরিন নাজমা। ছেলেবেলা থেকেই তার লেখা-লেখির অভ্যাস থাকলেও নিজের পড়াশোনার দিকে মনোযোগ ছিল প্রতিনিয়ত। জন্মসূত্রে, মুর্শিদাবাদ এর মেয়ে এই কোভিড যোদ্ধা কর্মসূত্রে এখন কলকাতা নিবাসী। ইতিমধ্যে লেখিকা নাসরিন নাজমার একটি কবিতার বই “গোঁধূলির গ্রামোফোন” দু’বছর আগে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

পেশার বাইরে ভালোবাসে গান গাইতে, আবৃত্তি করতে। আর যা মনে আসে যখন তাকে চেষ্টা করেন লিখে রাখতে। নাজমার গানের গলা ও বেশ মিষ্টি ও সুরেলা।

এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রধান প্রেস সচিব ডঃ মোফাককারুল ইকবাল ,আবৃত্তিকার ও বিশিষ্ট কবি দেবাশীষ চন্দ, অরিজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট জন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.