নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ জুন, ২০২৫। প্রেসক্লাব কলকাতায় গত রবিবার ২৯ জুন অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দারের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১১তম ভারত গৌরব অনন্য সম্মান এর শুভ সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, যুগ্ম সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও দেবশ্রী মুখার্জী এবং সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশন সহায়তায় এদিনের অনুষ্ঠানটি আয়োজিত হলো।
এবারে মোট নয়জন ১১তম ভারত গৌরর অনন্য সম্মান লাভ করলেন। সন্মান প্রাপকরা হলেন যথাক্রমে স্বপন সমাদ্দার, সায়ন সাহা, সুহানা বোস, রাতুল সরকার, তুষার পাটোয়ারি, মাইকেল বোস, ড. অনিরূদ্ধ পাল, উচাঙ্খা একাডেমি, অদিতি ব্যানার্জী।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ট সাংবাদিক গোপাল দেবনাথ রিয়া দাস, সুশান চৌধুরী, আকাশ চ্যাটার্জী, তপন জানা, তারক ধর, সন্দীপন মান্না।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগীতায় সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন।






Be First to Comment