গোপাল দেবনাথ : কলকাতা, ২২ আগস্ট, ২০২৪। শতাব্দী প্রাচীন চিকিৎসাক্ষেত্র সাধারণ রোগী পরিবারের ভরসার জায়গা উত্তর কলকাতার আর জি কর হাসপাতাল। এই আর জি কর হাসপাতালের ৯ আগস্ট রাতের তিলোত্তমার মৃত্যুর বিভিৎস ঘটনায় এই রাজ্য সহ সারা বিশ্বের মানুষ স্তম্ভিত। ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে সামিল ডাক্তার নার্স সহ বিশ্বের নানা শ্রেণীর মানুষ।
আমজনতার একটাই দাবি সকল দোষীদের দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে কঠিনতম ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মহিলা ডাক্তারদের পূর্ণ সুরক্ষা দিতে হবে। চারিদিকে একটাই দাবি We want Justice অর্থাৎ আমরা বিচার চাই। গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে সারা বাংলার মহিলারা স্বতস্ফূর্তভাবে গভীর রাতে তিলোত্তমা ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যার প্রতিবাদে সামিল হয়েছিলেন।
এই ধরণের প্রতিবাদ মিছিল জমায়েত এই বাংলার মানুষ কখনো দেখেছে বলে আমি অন্তত মনে করতে পারছি না। দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা ও সংগঠনের সাথে সাথে কলকাতা প্রেসক্লাব বৃহস্পতিবার আয়োজন করেছিল নির্যাতিতার স্মরণে শোকসভা। উপস্থিত সকল সাংবাদিকদের একটাই দাবী ছিল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে।
তিলোত্তমার স্মৃতির উদ্যেশ্যে প্রথমে একমিনিট নীরবতা পালন করার পর সকল সাংবাদিকগণ নির্যাতিতার স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এদিন বহু মহিলা সাংবাদিক প্রতিবাদ ও স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। মহিলা সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, সাহানা নাগ চৌধুরী প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ শূর, সম্পাদক কিংশুক প্রামানিক সহ অন্যান্য সাংবাদিকগণ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে তীব্র ভাষায় নিন্দা করে বক্তব্য রাখেন এবং দোষীদের কঠিনতম শাস্তি দাবি করেন।
কলকাতা প্রেসক্লাবের আয়োজনে তিলোত্তমা’র স্মরণে শোকসভা….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment