নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫। ৪৮ তম ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা’-র দশম দিনের অপরাহ্নে ‘কুলিশ প্রকাশনী’ প্রকাশ করল বাঁকুড়ার দুর্লভপুরের বেনাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সেবানিবৃত্ত প্রধানশিক্ষক ফণিভূষণ কর-এর লেখা একশো পাতার নাটক ও কবিতার বই। -“বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ফিরুক ঘরে ঘরে” এই কামনায় রঙিন হল ৬ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার এর বেলা শেষে!
স্বাস্থ্য সচেতন ধর্মী এই বইয়ের আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার। শুধু তাই নয়,- সনামধন্য আলোকচিত্র শিল্পী অনুপম হালদারের সৃষ্টি বন্দি ছবি আলাপে ভরপুর হল বইয়ের দলে।
একই সঙ্গে অনুপম হালদার সংবাদ মাধ্যমকে বলেন যে তার তোলা ছবি এতো সুন্দর ভাবে সন্মানের সাথে দেয়ালে রাখা হয়েছে দেখে সত্যি ভালো লাগছে।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে লেখক জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকার চাইলে রাজ্যের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ‘আনন্দ পরিসর’-এর মাধ্যমে বইয়ের বিষয়গুলো ছাত্রছাত্রীদের পড়ানো বা শেখানো যেতে পারে।”
এমন সুস্থ চিন্তা সহজে গ্রাহ্য হোক।
Be First to Comment