বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৫ মার্চ, ২০২৪। আমাদের দেশ তথা রাজ্যের সাথে বিশ্বের নানাপ্রান্তে রং এর উৎসবে মেতে ওঠেন সব বয়সি পুরুষ ও মহিলারা। সব রং একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় দোল উৎসব বা হোলি তে।
হোলি ও দোল পূর্ণিমার জন্য সারা বছর ধরে রং এর উত্সবের জন্য অপেক্ষা করে থাকে মানুষজন। দোলের দিন রং ও আবির নিয়ে কেমন খেলা হবে, বন্ধু-বান্ধবদের সঙ্গে দোলের পার্টি কেমন হবে, তার পরিকল্পনা চলে বেশ কয়েক সপ্তাহ ধরে। দোল পূর্ণিমা বা হোলির আগেই বিভিন্ন জায়গায় বহু বছর ধরে পালিত হয়ে আসছে আগাম বসন্ত উৎসব।গত ২৩ মার্চ শনিবার আগাম নৃত্য উৎসব ভারতীয় জাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো।
ভারতীয় জাদুঘর এবং ডোনা গাঙ্গুলীর সংস্থা দীক্ষামঞ্জরীর যৌথ উদ্যোগে পালন করলো বসন্ত উৎসব ২০২৪। নৃত্য পরিচালনায় ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা ও হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করলো। অসাধারণ নৃত্য পরিবেশন উপস্থিত দর্শকদের নজর কেড়ে নেয়। পরিপূর্ণ দর্শকাশনে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সকলেই এই রং এর উৎসব কে স্বাগত জানান।
Be First to Comment