গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ জানুয়ারি ২০২৩। করোনা অতিমারীর প্রভাব কেটে যাওয়ার পরে সর্বত্রই খেলা ধূলার চর্চা চলছে। ইতিমধ্যে কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ সম্পন্ন হয়েছে। অন্যদিকে এই শীতের মরসুমে দেশ সহ রাজ্যের চারিদিকে বিভিন্ন খেলার চ্যাম্পিয়নশিপ চলছে। ঠিক তেমনই ছোটদের নিয়ে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় সপ্তম ওয়েস্ট বেঙ্গল ইন্টার-স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে গত রবিবার ১৫ই জানুয়ারী অনুষ্ঠিত হলো ।
রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের প্রায় ১২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই খেলা কে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি নজর কাড়ে। বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডল সাংবাদিকদের বলেন যে, এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট ১৫ জন প্রতিযোগী পূর্ব বর্ধমানের হয়ে অংশগ্রহণ করে এবং মোট ২৩ টি পদক (৮টি সোনা, ৬ টি রুপো এবং ৯ টি ব্রোঞ্জ) জয়লাভ করে ।
পদক বিজয়ীরা হল শ্রেয়সী ঘোষ ( সোনা – কাতা ও সোনা – কুমিতে ), ইশানী গুপ্তা ( রুপো – কাতা ও সোনা – কুমিতে ), মেঘনা রায় ( ব্রোন্জ – কাতা ও সোনা – কুমিতে ), অঞ্জনাভ সাধু ( রুপো – কাতা ও সোনা – কুমিতে ), অয়ন্তিকা সাহা ( রুপো – কাতা ও রুপো – কুমিতে ), অহর্ষি গাঙ্গুলি ( ব্রোন্জ – কাতা ও ব্রোন্জ – কুমিতে ), অহর্ষি মুখার্জী ( সোনা – কুমিতে ), সম্প্রীতি সেনগুপ্ত ( সোনা – কাতা ), আয়ুষ হাজরা ( ব্রোন্জ – কাতা ), চন্দ্রিমা চক্রবর্তী ( ব্রোন্জ – কাতা ), সম্বুদ্ধা বাগচী ( সোনা – কাতা ), লগ্নজিতা খাঁ ( ব্রোন্জ – কাতা ও ব্রোন্জ – কুমিতে ), সমন্বয় ভট্টচার্য্য ( রুপো – কাতা ), ঋষভ কুমার পন্ডিত ( ব্রোন্জ – কাতা ও রুপো – কুমিতে ) এবং মোঃ রমিজ (ব্রোন্জ – কাতা)।
জেলার ক্যারাটে খেলোয়ারদের পদক জয়ের খবরে পূর্ব বর্ধমান জেলার মানুষ খুব আনন্দিত ও গর্বিত।
Be First to Comment