শতভিষা দত্ত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি ২০২২। সুরলোকে পাড়ি দিয়েছেন কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর কলকাতা স্মৃতিমেদুরতায় আবদ্ধ। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম। মুম্বইতে প্রথমদিকে তিনি থিয়েটার এর সাথে যুক্ত ছিলেন মারাঠীতে। পরবর্তীতে সঙ্গীত জীবনে। বাবাও ছিলেন সঙ্গীত জগতের । সংগীত শিক্ষার হাতেখড়ি বাড়িতেই। পঞ্চাশের দশকে মুম্বইয়ে সঙ্গীত পরিচালক ভি বালসারার সাথে তাঁর আলাপ ও পরিচয়। পরে গাঢ় হয় উভয়ের সম্পর্ক।

এরপর ভি বালসারাজী কলকাতায় চলে আসেন। নিবিড় যোগাযোগ ছিল দুজনের। কলকাতায় লতাজীর যাতায়াত শুরু হয়। এই শহরেই গান ও রেকর্ড করেছেন তিনি । ষাটের দশকের কথা। নানা স্মৃতিতে গানের মহড়াও কথা ও উঠে আসে। ভি বালসারা স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মহেশ গুপ্তা স্মৃতিচারণ করেছেন। পুরানো এই কলকাতায় ফি বছর একবার আসতেন সুর সম্রাঞ্জী।
প্রথমদিকে ভিড় জমে যেত। পরের দিকে চুপিসাড়ে গান রেকর্ড করে ফিরে যেতেন। দক্ষিণ কলকাতার আলিপুরে থাকতেন। হিন্দ সিনেমার কাছে ভি বালসারার কাছে একা দেখা করা। গানের মহড়াও নিয়েছেন। সব শেষে রেকর্ডিং। কলকাতা শহর তাঁর কাছে অতিপ্রিয় ছিল। তিনি বহুবার দক্ষিণেশ্বরে যান। বেলুড় মঠেও ঘুরেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দান ধ্যান করতেন। অর্থ প্রদান করতেন বরাবর। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী ও ভি বালসারার সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ ও তা অমলিন রয়েছে।
Be First to Comment