নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ মে, ২০২৫। কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার (KIFALC)-এর উদ্যোগে গত ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী তথ্যচিত্র উৎসব। দক্ষিণ কলকাতার রাজা বসন্ত রায় রোডে অবস্থিত KIFALC সেন্টারে এই উৎসবের কিউরেটর ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল সরকার।
উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় এবং KIFALC-এর চেয়ারপারসন ও বিশিষ্ট কবি প্রবল কুমার বসু। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ওপেন্দর চননা পরিচালিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডকুমেন্টারি ‘Living on the Edge – Deglamorizing Bollywood’।
উৎসবে তিনটি ডকু-ফিচার ও ছয়টি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল – Potokar’ (বিধান বিশ্বাস), ‘Basa’ (প্লাবন ভট্টাচার্য), ‘Back to the Roots’ (শুভাশীষ রায়), ‘Gosain’ (বিশাল স্বর্গীয়ারী), এবং ‘Worker II’ (ইন্দ্রনীল সরকার)।
দ্বিতীয় দিনের সূচনা করেন KIFALC-এর ম্যানেজিং ট্রাস্টি ও বিশিষ্ট শিল্পী শ্রীমতী দীপালি ভট্টাচার্য। প্রদর্শিত হয় ‘Mon Pabaner Nao’ (লাডলি মুখোপাধ্যায় পরিচালিত)। পরে প্রয়াত চলচ্চিত্রকর্মী রানা সরকার-কে শ্রদ্ধা জানান অধ্যাপক অশোক ভট্টাচার্য, এবং প্রদর্শিত হয় তাঁর নির্মিত ‘Bengal Famine 1943’।
উৎসবের সমাপ্তি ঘটে ইন্দ্রনীল সরকারের পরিচালিত ‘The Turning Point’-এর মাধ্যমে, যা মণিপুরের লৌহমানবী ইরম চানু শর্মিলার জীবন ও সংগ্রামের উপর নির্মিত এক শক্তিশালী প্রামাণ্যচিত্র।
এই উৎসব কলকাতার সাংস্কৃতিক জগতে এক তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে চিহ্নিত হয়ে থাকল।
Be First to Comment