Press "Enter" to skip to content

কলকাতাউড ২০২৫-এর দুর্দান্ত সূচনা: পূর্ব ভারতের কাঠ, আসবাব ও ম্যাট্রেস খাতে নতুন গতি….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ – বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত কলকাতাউড ২০২৫-এর প্রথম দিনটি উৎসাহব্যঞ্জক সূচনার সাক্ষী হলো। পূর্ব ভারতের কাঠ প্রক্রিয়াকরণ, আসবাবপত্র ও ম্যাট্রেস শিল্পের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। নিউরেমবার্গ মেসে ইন্ডিয়া আয়োজিত এই প্রদর্শনী, বিশ্বের অন্যতম বৃহৎ কাঠ ও আসবাবপত্র প্রক্রিয়াকরণ প্রযুক্তি মেলা ইন্ডিয়াউড-এর ২৫ বছরের ঐতিহ্যের এক নতুন অধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের ভাবনা -অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমতী বন্দনা যাদব, আইএএস (ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন; প্রিন্সিপাল সেক্রেটারি, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং সিইও, ডব্লিউবি ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন)।

অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন: “পশ্চিমবঙ্গ শক্তিশালী অবকাঠামো, বাড়তে থাকা বিনিয়োগ এবং দক্ষ কর্মশক্তির মাধ্যমে বিপুল সম্ভাবনা বহন করছে। কাঠ ও আসবাবপত্র বাজারে দৃঢ় চাহিদা এই রাজ্যকে উৎপাদন ও বাণিজ্যের আকর্ষণীয় কেন্দ্র করে তুলছে। কলকাতাউড–এর মতো প্ল্যাটফর্ম বৈশ্বিক উদ্ভাবনকে আমাদের আঞ্চলিক সুযোগের সঙ্গে যুক্ত করবে।
আমরা নিউরেমবার্গ মেসে ইন্ডিয়াকে স্বাগত জানাই এবং আশা করি ভবিষ্যতে তারা বাংলায় আরও প্রদর্শনী ও অনুষ্ঠান নিয়ে আসবে।”

গ্যাব্রিয়েল মানিগ, ডেপুটি কনসাল জেনারেল, জার্মান কনস্যুলেট, আন্তর্জাতিক সহযোগিতা এবং পূর্ব ভারতে নিউরেমবার্গ মেসের কৌশলগত ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন: “নিউরেমবার্গ মেসের মতো শীর্ষস্থানীয় আয়োজককে কলকাতাউড-এর মাধ্যমে পূর্ব ভারতের বাজারে প্রবেশ করতে দেখে উৎসাহিত বোধ করছি। এটি ইন্দো-জার্মান ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করবে এবং এখানকার কাঠ ও আসবাব শিল্পকে দ্রুত বিকাশে সহায়তা করবে।

এক উদ্দেশ্যপূর্ণ প্ল্যাটফর্ম :-  কলকাতাউড ২০২৫–এ ১৫০-রও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক উপকরণ, নতুন ডিজাইন সমাধান এবং পরবর্তী প্রজন্মের ম্যাট্রেস প্রযুক্তি প্রদর্শন করছে। লাইভ ডেমো, বি২বি মিটিং এবং স্কিল উন্নয়ন কর্মশালার মাধ্যমে নির্মাতা, স’মিল মালিক, স্থপতি এবং ডিজাইনাররা নতুন সুযোগ ও সহযোগিতা খুঁজে পাচ্ছেন।

এই প্রদর্শনী এমন সময়ে এসেছে যখন রিয়েল এস্টেটের বৃদ্ধি, বাড়তি আয় এবং দ্রুত নগরায়ন আধুনিক আবাসন, আরামদায়ক আসবাবপত্র এবং উচ্চমানের লাইফস্টাইল পণ্যের চাহিদা বাড়িয়ে তুলছে।

ঐতিহ্য ও আগামীর পথ :- ২৫ বছর পূর্ণ করা ইন্ডিয়াউড-এর অংশ হিসেবে কলকাতাউড-এর সূচনা ঐতিহ্য ও নবতর উদ্ভাবনের মেলবন্ধন—বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বইয়ের মতো প্রতিষ্ঠিত মঞ্চের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এটি পূর্ব ভারতের প্রবৃদ্ধির কাহিনির জন্য এক নিবেদিত কেন্দ্র তৈরি করছে।

শ্রীমতী সোনিয়া প্রশার, ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারপার্সন অব দ্য বোর্ড, নিউরেমবার্গ মেসে ইন্ডিয়া বলেন:
“শিল্পের দিগ্‌গজ, বিনিয়োগকারী এবং বৈশ্বিক প্রযুক্তি নেতাদের গভীর আগ্রহ দেখে আমরা নিশ্চিত যে কলকাতাউড কেবল একটি প্রদর্শনী নয়, বরং পূর্ব ভারতের বিকাশ, সহযোগিতা ও শিল্প রূপান্তরের এক প্রভাবক হয়ে উঠবে।”

প্রদর্শনী চলবে রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, যেখানে বিভিন্ন সেশন, শোকেস এবং ব্যবসায়িক আলাপচারিতা শিল্পকে আগামী প্রবৃদ্ধির তরঙ্গে এগিয়ে নিয়ে যাবে।

www.indiawood.com/kolkatawood

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.