Press "Enter" to skip to content

করোনার টিকা নিয়ে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেও দুনিয়ায় সব মানুষকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন…..।

Spread the love

চন্দন রুদ্র : ৩ মার্চ, ২০২১। অতিমারির দাপট কমে আসায় আমরা অনেকেই মাস্ক ব্যাবহার করছি না। মানছি না দূরত্ব-বিধিও। অথচ গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থাব (হু)- র পক্ষ থেকে আমাদের জন্য সচেতন বার্তা এসেছে। কোথাও কোথাও সংক্রমণ কমলেও খুব তাড়াতাড়ি যে পৃথিবী করোনামুক্ত হচ্ছে না তা জানিয়ে নিয়ম-কানুন মেনে চলার ওপর জোর
দিয়েছে হু।
এদিকে এদিনই করোনার টিকা নিয়ে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেও দুনিয়ায় সব মানুষকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। গত ২৩ অক্টোবর সাও পাওলোর বাড়িতে ব্রাজিলের তিন বারের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের আশিতম জন্মদিন পালিত হয়। তবে অতিমারির জন্য এবার তাতে কোনও জাঁকজমক ছিল না। ওই দিনই সমাজ মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে পেলে লিখেছিলেন, “জীবনে সুখী হও এবং কৃতজ্ঞ হও।”
কোভিড সংক্রমণে সবার আগে আমেরিকা থাকলেও বড় রকমের ধাক্কা খেয়েছে ফুটবলের দেশ ব্রাজিল। টিকা নিয়ে তাই ফুটবল সম্রাট বলেছেন, “আজকের দিনটি আমার কাছে একটি অবিস্মরণীয় দিন। আজ আমি টিকা পেয়েছি। তবে অতিমারি এখনও শেষ হয়নি। সবার কাছে টিকাও পৌঁছে যায়নি। তাই জীবন রক্ষার জন্য আমাদের শৃঙ্খলা বজায় রাখা উচিত। “

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *