সুবল সাহা : ৬ জানুয়ারি ২০২২। করোনার করাল গ্রাস থেকে পৃথিবীর মুক্তি কামনা করে এক মহাযজ্ঞের মাধ্যমে নৈহাটির অদূরে গঙ্গাতীরে রামঘাট অঘোরী বাবার বৃদ্ধাশ্রমের অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও বনভোজন৷ অনুষ্ঠানটি হয়েছে যথেষ্ট সতর্কতার সাথে সরকারি কোভিড বিধি পালন করে৷ কোভিভ আবহে গৃহবন্দি বৃদ্ধ-বৃদ্ধারা এই বনভোজনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে যেন মুক্তির স্বাদ পেয়েছিলেন ৷ আশ্রমের গোপাল মন্দিরে অন্ন ভোগ দেওয়া প্রায় ৫০ জন আশ্রম বাসী বৃদ্ধ-বৃদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা , চালডাল ভোজ্যতেল ও অন্যান্য পণ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি ছিল জমজমাট। এছাড়াও ছিল একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও বাউল গানের আসর ৷
উদ্যোক্তাদের আশা এই হোম যজ্ঞের মাধ্যমে সারা পৃথিবীর করোনা মুক্তি ও মঙ্গল কামনার এই প্রয়াস আগামী দিনে মানুষকে আধ্যাত্বিকতার পথ অবলম্বন করে করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখার জন্য অনুপ্রেরণা যোগাবে ৷ নৈহাটির বিধায়ক শ্রী পার্থ ভৌমিক অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছে তার শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিলেন ৷ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ভোলেবাবা পার কারেগা কমিটির শ্রী কন্ঠি মহাশয় ৷ সাথে ছিলেন শ্রী বাবুলাল দত্ত ,তপন ধর এবং বিশিষ্ট সমাজসেবী কল্লোল সাহা ‘ ৷
Be First to Comment