গোপাল দেবনাথ : ২২ জানুয়ারি ২০২২। করোনা কে রুখতে গত একবছর ধরে চলছে সাধারণ মানুষের ভ্যাকসিন প্রক্রিয়া। প্রথমে দেওয়া হলো বয়স্ক মানুষদের তার পরবর্তীকালে মাঝ বয়সীদের। অবশেষে করোনা অতিমারী প্রতিরোধে স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সী ছোটদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বিভিন্ন স্কুলে। করোনাবিধি বজায় রেখে রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে সম্পন্ন হল ভ্যাকসিন প্রক্রিয়া। পনেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই সুবিধা গ্রহণ করার সুযোগ পেয়েছে। এইদিন বহু দূরদূরান্ত থেকে ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে এসেছে স্কুলে কোভ্যাক্সিন নামক ভ্যাকসিন গ্রহণ করতে। সমস্ত ছাত্র ছাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা নীলামা প্রধান এবং স্কুলের চেয়ারম্যান মীনা শেঠী মন্ডল। মার্চ/এপ্রিল থেকেই শুরু হতে চলেছে সিবিএসসি বোর্ডের এই স্কুলের পরীক্ষা। আর সেই কারণেই ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এদিন প্রায় দুশো জনের জন্য টিকাকরণ এর ব্যবস্থা করা হয়েছিল।
করোনাবিধি বজায় রেখে রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে সম্পন্ন হল ভ্যাকসিন প্রক্রিয়া…..।
More from EducationMore posts in Education »
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- রাস্তায় ফেলে দেওয়া বর্জ্য পুনর্ব্যবহার করে পুরষ্কৃত হলো কলকাতা ও শহরতলির স্কুলগুলি….।
- National level conference on Autism:Womb To Cradle Perinatology Conference….
- Merlin Group Pledges Continued Educational Support to Jai Hind Aboitonic Vidyalaya….
- পারুল বিশ্ববিদ্যালয় গ্লোবাল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের জন্য আয়ুর্বেদিক গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স ঘোষণা করলো…।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
More from HealthMore posts in Health »
- Ashar Alo – A Ray of Hope: Where Stories of Survival Illuminate New Dreams Narayana Hospital, Howrah, honours gynaecologic cancer survivors in a celebration of courage and life……
- RISE ABOVE HIP PAIN — Apollo’s DIRECT ANTERIOR APPROACH (DAA) Hip Replacement….
- Manipal Hospitals in association with CII leads the way in sustainability with the launch of “Plastics Neutral Hospitals” initiative in Kolkata….
- Mental Health Awareness Month Campaign Kicks Off with a Call for Education and Emotional Empowerment….
- APOLLO DIAGNOSTICS REVOLUTIONIZES DIAGNOSTICS WITH DIGI-SMART LAB….
- 85-Year-Old dialysis-dependent man with a massive brain haemorrhage defies the odds at Manipal Hospitals…..
Be First to Comment