নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ মে ২০২৪। ১০ মে শুক্রবার সাহিত্য অকাদেমির দক্ষিণ কলকাতার আঞ্চলিক কার্যালয়ের প্রেক্ষাগৃহে বিশিষ্ট লেখক শ্রী মনোহরমৌলী বিশ্বাসের সঙ্গে একটি কথাসন্ধি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই শ্রী মনোহরমৌলী বিশ্বাসের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন সাহিত্য অকাদেমি পূর্বাঞ্চলীয় দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী ক্ষেত্রবাসী নায়েক। লেখক এবং পাঠকের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সূত্র হিসেবে কথাসন্ধি অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে মনোহরমৌলী বিশ্বাস তাঁর লেখা গল্প “চাঁদিপুরের লাল কাঁকড়া” থেকে পাঠ করেন। এরপর তিনি নিজের জীবনের কথা এবং দলিত অবহেলিত মানুষের স্বার্থে তাঁর সংগ্রামের কথা বলেন। প্রসঙ্গত, ভারতে কীভাবে এই জাতপাতের বিভেদ শুরু হলো তা নিয়ে আলোচনা করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নজির তুলে ধরে সাধারণ মানুষের জীবনের ওপরে এই জাতপাতের বিভেদের কুপ্রভাবের কথা বলেন তিনি। শেষে, শ্রোতাদের সঙ্গে মতামতের বিনিয়মের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।
কথাসন্ধির আসরে বিশিষ্ট বাংলা লেখক মনোহরমৌলী বিশ্বাস….

More from CultureMore posts in Culture »
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- কৃষ্ণ বলো সঙ্গে চলো- মায়াপুরের যোগপীঠে গৌর জয়ন্তী মহোৎসব উদযাপন….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- ” শিব রাত্রি ও কাশীর বিশ্বনাথ “!..
- শরৎচন্দ্রের কলকাতার বাসভবনে….।
- “ঠাকুর রামকৃষ্ণের জন্মদিনে ” ! সব ধর্মের মিলনতীর্থ ” কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেয় “….।“ঠাকুর রামকৃষ্ণের জন্মদিনে ” ! সব ধর্মের মিলনতীর্থ ” কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেয় “….।
More from InternationalMore posts in International »
- আজ আন্তর্জাতিক কিডনি দিবস…।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- কৃষ্ণ বলো সঙ্গে চলো- মায়াপুরের যোগপীঠে গৌর জয়ন্তী মহোৎসব উদযাপন….।
- মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মার টিম ইন্ডিয়া ব্রিগেড….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- কানে শোনার সমস্যা কমাতে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শ্রবণ সুরক্ষায় পদযাত্রা আয়োজিত হলো….।
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
Be First to Comment