সঙ্গীতা চৌধুরী : কলকাতা, ২ এপ্রিল, ২০২২। গত শুক্রবার ১লা এপ্রিল দমদম প্রাইভেট রোডের জয় ফেস্টিভ হাউজে ‘এসো হে বৈশাখ ‘ নামাঙ্কিত এক অভিনব প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীর সময়সীমা দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। একই ছাদের তলায় রকমারি পসরার বিশাল সম্ভার। পুরো হলটি জুড়েই আছে নানা রকম নজরকাড়া জিনিসের হাতছানি। মোট ৫৩ টি স্টল স্থান পেয়েছে প্রদর্শনীতে। বিভিন্ন ধরনের শাড়ি ,শালোয়ার কামিজ ও অন্যান্য পোশাকের বিপুল সম্ভার রয়েছে। আছে একাধিক মনকাড়া হ্যান্ডমেড জুয়েলারীর স্টল এবং স্টাইলিস্ট জুতোর স্টল। সাধারণ জুতো তুলির ছোঁয়ায় অসাধারণ মাত্রা পেয়েছে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রীও এই প্রদর্শনী থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করা যাবে।
এই প্রদর্শনীর আয়োজক হল ‘ডায়মন্ড কুইন ‘ সংস্থা। সংস্থার পক্ষ থেকে সৌমিকা ভাদুরী সাংবাদিকদের বলেন, ” আমাদের এই প্রতিষ্ঠানটি অনলাইন ক্ষেত্রে তিন বছরের। আর অফলাইনে এগজিবিশন আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও করছি। এ বছর আমাদের অষ্টমতম এগজিবিশন হচ্ছে। এই সংস্থা পুরোপুরিই নারী দ্বারা পরিচালিত। আমাদের আরও একটি আলাদা শাখা রয়েছে যার নাম ‘হাত বাড়ালেই বন্ধু’। যারা এখানে স্টল দিয়েছে তাদের অধিকাংশই হ্যান্ডমেড জিনিস তৈরি করেন। তারা তাদের লভ্যাংশের একটা অংশ তুলে দেন ‘হাত বাড়ালেই বন্ধু’ নামক স্বেচ্ছাসেবী সংস্থাটির হাতে। ঘূর্ণিঝড় আমফানের পর থেকেই আমারা ‘ হাত বাড়ালেই বন্ধু’ র মারফত দুঃস্থদের কিছু সাহায্য করার চেষ্টা করেছি। তাছাড়াও উৎসবের সময় দুঃস্থ বাচ্চাদের কিছু জামাকাপড় দেওয়া, কখনও বৃদ্ধাশ্রমে বয়স্ক-বয়স্কাদের পাশে থাকা – এরকম নানা কাজ করে থাকি। এছাড়াও আমাদের একটি বিশেষ প্রকল্পের চিন্তা – ভাবনা আছে , যেমন- যারা হ্যান্ডমেড জিনিস বানান তাদের দিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু ওয়ার্কশপ করা। কারন সেখানকার মেয়েদের একটু ট্রেনিং করিয়ে স্বনির্ভর প্রকল্পতে নিয়ে আসা। “
প্রদর্শনীটি ঘুরে দেখার সময় নজর আটকে যায় ‘স্নেহা কালেকশন’এর সম্ভারে, স্নেহা কালেকশনের প্রতিনিধি সুজাতা রায় জানান, ” আমার কালেকশনের বিশেষ আকর্ষণ হল হ্যান্ডমেড শাড়ি, সুতোর কাজের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি – প্রতোকটি ডিজাইনেই অভিনবত্বের ছোঁয়া আছে। দামও সাধ্যের মধ্যেই। ৩০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে যে কেউ তার পছন্দের সামার কালেকশন বেছে নিতে পারবেন। তাছাড়া বেডকাভারেরও প্রচুর কালেকশন আছে।
প্রদর্শনী কক্ষের ‘আর এস কালেকশন মেডলেয়ার’ -এর স্টলটিও বেশ আকর্ষনীয়, এখানকার জুতোর কালেকশন অসাধারণ। এখানকার প্রতিনিধি রুমেলা ব্যানার্জী জানান, “আমারা সম্পূর্ণ সাদা জুতোতে হ্যান্ড পেইন্টিং করি। এমন কি সাধারণ কোলাপুরী জুতোকে পেইন্ট করে অন্য মাত্রা দিই। ব্যাগের ওপরও পেইন্টিং করি। পশ্চিমবঙ্গে এই কাজটা আমরাই প্রথম করছি। একদম বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সীদের জুতোই আমাদের কাছে পাওয়া যাবে। ”
পুরো প্রদর্শনী কক্ষ প্রদক্ষিন করলে এই রকম আরো অনেক নতুনত্ব জিনিসের খোঁজ মিলবে। তবে তারজন্য একটু ‘এসো হে বৈশাখে’ প্রবেশ করতে হবে।
Be First to Comment