নিজস্ব প্রতিনিধি : ৬, জানুয়ারি, ২০২১। ম্যাগমা এম – স্কলার ২০২০ মেধা তালিকায় ছেলেদের কে ছাপিয়ে গেছে মেয়েরা। প্রতি বছরের মতো ২০২০ তে ও এই ম্যাগমা ফিনকর্প লিমিটেড আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের ‘এম – স্কলার’ প্রদান করেছে ২০১৫ সাল থেকে ।এই অসাধারণ কাজ করে চলেছে এই সংস্থা । ক’ বছরে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করেছে।
ম্যাগমা ফিনকর্প লিমিটেডের সি এস আর কৌশিক সিনহা বলেন, গরিব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য তৈরি এই প্রজেক্ট -এর মাধ্যমে নিজেদের উদ্দেশ্য ছোট স্বপ্নে বিনিয়োগের ধারাকে অব্যাহত রেখেছে। এই স্কলারের প্রধান উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
এম – স্কলার ২০২০ মেধা তালিকায় এগিয়ে মেয়েরা……..।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment