-: চিরসখা :-
সুদীপা চৌধুরী : মেদিনীপুর।
আচ্ছা এমন যদি হতো রবি তুমি হতে আমার চিরপ্রেমিক- কবি
তোমায় জন্মদিনে দিতাম গোলাপ আর
তুমি লিখতে আমায় নিয়ে কোনো নতুন কবিতা।
নতুন সুরে বাঁধতে মোরে
বৈশাখের এই পূন্য প্রভাতে
আলিঙ্গনে আবদ্ধ করে রাখিতে ভালোবাসার খেলাঘরে ।
এমনও তো হতে পারত আমিই হতাম
তোমার কল্পনা
ইচ্ছে মতো আঁকতে আমায়
শব্দ সুরের মূর্ছনায়
উপন্যাসের নাম ভূমিকায় কিংবা শেষের কবিতার লাবণ্য হয়ে থাকতাম তোমার পাতায় পাতায়।
ঠিক আছে তা নাইবা হলাম আচ্ছা হতাম যদি কাদম্বরী
দেখতে ঠিক করে দিতাম জন্মদিনে পাঁচফোড়ন রুই ভাতের পাতে
তখনো কি তুমি বিদেশিনী বলে ডাকতে আমায় দিনে রাতে?
এমনও তো হতে পারে কোনো এক জন্মে আমিই ছিলাম তোমার ঘরে মৃণালিনীর বেশে
লিখেছ কত না কাব্য কত না গান কত না গীতি,
লিখেছ না বলা ব্যথার কলতান
সোহাগে মোর হাতটি ধরে।
বেশ তুচ্ছ এই আমি,যদি হতে পারতাম তোমার কলম
যত্ন করে ধরতে মোরে
ঝরতো সৃষ্টি অঝোর ধারে।
মনে পড়ে পুরানো সেই দিনের কথা
অপেক্ষায় কেটেছে কত না রাত
কেটেছে একেলা বিরহের..ও বেলা
তবু..ও ভুলি নি তোমায় একটিবারও
আনন্দে হাসিতে কান্নায় দুঃখে বিরহে ব্যথায়
বলেছি চরণ ধরিতে দিয়ো গো আমারে নিও না …
নিও না সরায়ে।
হেঁসেছো তুমি ঠোঁটের ফাঁকে দুঃখ গুলো আগলে রেখে
ধরেছ মোরে বক্ষে জড়ায়ে।
ভালো মন্দ সুখ দুঃখ সব ক্ষণেতে
তুমিই রাজা
তাইতো ‘পঁচিশে বৈশাখ’ জন্মদিনের এই শুভক্ষণে তোমার ফুলেই গেঁথেছি
এক মনিহারের মালা,
পরাব তোমার গলে
জানি তুমি তা
রাখবে খুলে অভিমানের
একলা ঘরে ।
ইচ্ছে শুধু এটুকুই শেষের
সেদিনে এসে ছুঁয়ে যেও আগুনের পরশমণি নতুন কোনো বেশে।
সব আঘাতে
তোমার আলেখ্য রেখেছে আগলে ধরে। তোমায় ভালোবেসে
হেঁটেছি কত না আঁধার পথ
তব সৃজন মনে গেঁথে
তাই তো বলি আমার পরান যাহা চায় তুমি তাই ..
তুমি তাই গো…।।
Be First to Comment