নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ নভেম্বর : কবিতার অরণ্যে এক পোস্টম্যান। সেই পোস্টম্যানকে ঘিরে কবিতা-প্রিয় বাঙালির মায়া চিরন্তন। উদ্দাম-দামাল, আবার স্নিগ্ধ। কবিতার মতোই ঝড়-বৃষ্টির ঝাপটা যখন তখন। অবান্তর স্মৃতির ভিতর আছে তাঁর মুখ, হাসি ও অশ্রু ঝলোমলো। তিনি কবি শক্তি চট্টোপাধ্যায়। কবিতা তাঁর কাছে ছিল পদ্য। কবিতার সঙ্গে ব্যক্তি শক্তিও কিংবদন্তি। তাঁকে নিয়ে নানা গল্পকথা লোকের মুখে মুখে। বন্ধুদের নিমন্ত্রণ করে বাড়ির লোককে না জানিয়ে হঠাৎ উধাও। আর মধ্যরাতে ঘন ঘন ফুটপাথ বদল। এই হেমন্তেই তাঁর জন্মদিন। কেমন ছিলেন নগর-বাউল এই কবি? *TV9 বাংলা’র নিউজ সিরিজে বলেছেন শক্তি চট্টোপাধ্যায়ের মেয়ে, তিতি রায়। রয়েছেন কবি-পত্নী মীনাক্ষী চট্টোপাধ্য়ায়*-সহ পরিবারের অন্যরাও। মেয়ের মুখে উঠে আসবেন অন্তরঙ্গ কবি শক্তি চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর অনবদ্য সব পদ্য, প্রিয় গানও। *TV9 বাংলার নিউজ সিরিজে, ‘শক্তি চট্টোপাধ্যায়– আমার বাবা’। সম্প্রচারিত হচ্ছে ২৭ নভেম্বর, রাত ১০টা থেকে।*



























Be First to Comment