Press "Enter" to skip to content

“এপ্রিল ফুল” দিনটি আসলে কি!!…..

Spread the love

ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ১ এপ্রিল ২০২২। এখন চল কমে গেলেও আমরা স্কুল জীবনে
” এপ্রিল ফুলস ” ডে খুব মজা করে কাটাতাম ৷ শিক্ষকদের চিনির বদলে নুনের চা দিয়ে ৷ আরো অনেক মজা করে ৷ রোমে এই দিনটা ছিল “রোমান
লাফিং ডে” বা “ফেস্টিভ্যাল অফ হিলারিয়া ” ৷ সম্রাট কনস্ট্যান্টাইন ( ২৮৮-৩৩৭ খ্রিঃ) এদিনে তাঁর
ভাঁড়দের প্রধান কুগেনকে একদিনের রাজা বানিয়ে
মজা করতেন ৷ ১৫৮২ সাল পর্যন্ত ১ লা এপ্রিল নববর্ষ উদযাপিত হতো ৷ ২৫ শে মার্চ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ হলেও শেষ সপ্তাহটা হলি উইকের ছুটি থাকায় ১ লা এপ্রিল আনন্দ করা হতো ৷ রোমান মৃত্যু দেবতা প্লুটো তার স্ত্রী পিরসিফনকে অপহরন করে পাতালে নিয়ে যায় ৷ তাই মাটির উপরে হাজর খুঁজেও পারসিফনের মা সেরিস মেয়েকে পায় না ৷ সেই থেকে রোমে পয়লা এপ্রিল “বোকামি দিবস” পালিত হত ৷ গ্রিসে ছিলেন এক রাজা , যিনি একদিন স্বপ্ন দেখেন একটা বড় পিঁপড়ে তাঁকে গিলে ফেলেছে ৷ সকালে জ্যোতিষীকে রাজা কথাটা বললে জ্যোতিষী বলেন আজকের দিনটা খুব হাসিখুশি ও মজায় কাটাবেন ৷ সেই থেকে সেখানে পয়লা এপ্রিল মজার দিন হিসাবে পালিত হয়ে আসছে ৷স্পেনে আবার আরেক কাহিনী সেও সেখানকার রাজার ৷ রাজা সারা রাজ্যে ঢ্যাঁড়া পিটিয়ে দিলেন ৷ যে সত্যি করে মিথ্যে লিখতে পারবে তাকে পুরষ্কার দেওয়া হবে ৷ একটি মেয়ে এসে বলে সে অন্ধ ও বোবা ৷ রাজা বললেন প্রমাণ কি ? মেয়েটি বলল আপনি রাজপ্রাসাদের বাইরের গাছটা দেখতে পান ৷ কিন্তু, আমি পাই না ৷ রাজা এতে হাসি চাপতে পারলেন না এবং এই মজার মিথ্যের জন্য শুধু মেয়েটাকে নানা উপহার দেওয়া নয় ৷ দেশ জুড়ে পয়লা এপ্রিল মজার দিন পালনের সিদ্ধান্ত নিলেন৷ গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হওয়ার পরেও অনেকে তা মানত না , তাদের অন্যরা মজা করে বলতো ” এপ্রিল ফিশ ” ৷ তাদের “বোকা” উপাধি দেওয়া হত ৷ ফ্রান্সে তাদের পিঠে সেঁটে দেওয়া হত ” পাওয়াহাসোঁ ডাভরিল ” বা এপ্রিল ফুল কথাটা ৷ ফ্রান্সে Poisson d’avril কথার সঙ্গে সর্ম্পক আছে মাছের ৷ এই সময় ডিম ফুটে মাছের বাচ্চা হয় ৷ এই ছোট্ট মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা যায় ৷ বাচ্চারা একে অন্যের পিঠে পয়সন দ্য এভ্রিল বা এপ্রিলের মাছ কথাটা কাগজে লিখে ঝুলিয়ে দেয় ৷ কৌতুকের এই দিনে ডেনমার্কে মজার স্থাপত্য তৈরী করা হয় ৷ ১৫৩৯ সালে ফ্লেমিস কবি এডুয়ার্ড ডেভেনে ” এপ্রিলের প্রথম দিনে অপ্রাপ্তি ” বলে কবিতা লেখেন ৷ তবে , মুসলমানদের কাছে এই দিনটি দুঃখের দিন বলে অনেকে মনে করেন ৷ এই দিন স্পেনে মুসলিমরা পরাজিত হয় ৷ স্পেনের রাণী ইসাবেলে এবং রাজা ফার্দিনান্দ বোকা বানিয়ে কয়েক হাজার মুসলমানকে কার্ডোভার মসজিদে ডেকে এনে হত্যা করে ৷ এতে ধর্মান্ধ খ্রিস্টানরা মুসলমানদের বোকা বানিয়েছে বলে তাদের “এপ্রিলের বোকা ” বা April Fool দিবস পালন করে বলে কিছু মুসলিম লেখক লিখলেও পরে জানা গেছে এই কাহিনীটি পুরোপুরি বানানো। মুহম্মদ তারিক গাজী নামের কানাডার এক মুসলিম সাংবাদিক ও ঐতিহাসিক গবেষণা করে বলেছেন স্পেনে মূর তথা সেখানকার মুসলমানদের পতন পয়লা এপ্রিল হয় নি ৷ হয়েছিল ১৪৯২ সালের ২ জানুয়ারী ৷ বিশিষ্ট ইসলামিক গবেষক ফিরাস আল খাতিব তাঁর “Lost Islamic History : Reclaiming Muslim Civilization from the Past” বইতে তারিক গাজীর কথার প্রমাণ মেলে ৷ এটাও নাকি বোকা বানানো ! উত্তর গোলার্ধে পয়লা এপ্রিল বসন্তের প্রথম দিন হিসাবে আনন্দের সাথে পালিত হয় ৷ স্কটল্যান্ডের মানুষ বোকাদের প্রতীক হিসাবে এই “গো ওয়াক পাখি ” শিকার করতো ৷ ক্যালেন্ডার তত্ত্ব ছাড়াও বোকা বানানোর আরো কয়েকটি থিয়োরি আছে ৷ যেমন : রোমান মিথ , ব্রিটিশ গথাম তত্ত ( ইংরেজদের কাছে সেখানকার গথাম শহরটি হলো বোকাদের শহর ), জার্মান (জার্মানীর অগসবারগ শহরের মানুষ একটি সভা হবে বলে এক বাজিকরকে অনেক টাকা দেয় , কিন্তু সেই মিটিংও হয়নি আর টাকাও খোয়া যায় ) ও ডাচ থিয়োরি (নেদারল্যান্ডের ডেন ব্রি এল নগরীকে লর্ড আল্ভার স্পেনীয় শাসন থেকে মুক্ত করে ডাচ বিদ্রোহীরা , স্পেনীয়দের বোকা বানিয়ে )৷ আগে যা লিখেছি   বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ওডেসা নগরীতে এপ্রিল ফুলের ছুটি দেওয়া হয় ৷ ১৯৫৭ বিবিসি টিভিতে গাছ থেকে নুডলস তৈরী হচ্ছে দেখিয়ে দর্শকদের বোকা বানায় ৷ ১৯৬৯ সালে হলিউডি ছবি ” দি এপ্রিল ফুলস ” সারা বিশ্বে এই দিনটিকে জনপ্রিয় করে ৷ আমেরিকায় প্যান্টের জিপার খোলা , ঘড়ির কাঁটা এগিয়ে দিয়ে মজা করা দেখা যায় ৷ ব্রিটেনে এই দিনটা শুরু হয় জিওফ্রে চসারের ” ক্যান্টারবেরী টেলস ” ১৩৯২ খ্রিস্টাব্দে প্রকাশের পর ৷ তিনি ঐ গ্রন্থের “নানস প্রিস্টল টেলস ” -এ ” ফুলস ডে ” কথাটি ব্যবহারের পর৷ এইদিনটি নির্ভেজাল মজায় কাটান ৷ বোকা বানান , মনে আঘাত দেবেন না ৷

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.