Press "Enter" to skip to content

এনটিআর ‘রাজু পেড়া’ ও ‘লাভা কুসা’ চলচ্চিত্রে তার অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন….।

Spread the love

জন্মদিনে স্মরণঃ এ ন টি রা মা রা ও

বাবলু ভট্টাচার্য : ভারতীয় অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরী তারকা রামা রাও, যিনি ‘এনটিআর’ হিসাবে জনপ্রিয় ছিলেন৷

একাধারে তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে গণ্য করা হয় এবং আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের সঙ্গে তাকে তেলুগু চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তী বলা হয়।

এনটিআর মাদ্রাজের ন্যাশনাল আর্ট থিয়েটারের ব্যানারে তার সহ-প্রযোজিত ‘থডু দোঙ্গালো’ ও ‘সিতারাম কল্যাণম’ এবং তার নিজের পরিচালিত ‘ভারকাতনম’ চলচ্চিত্রের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এনটিআর ‘রাজু পেড়া’ ও ‘লাভা কুসা’ চলচ্চিত্রে তার অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৭০ সালে ‘কোদালু দিদ্দিনা কাপুরাম’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে নন্দী পুরস্কার, এবং ১৯৭২ সালে ‘বাদি পানথুলু’ চলচ্চিত্রের জন্য উদ্বোধনী শ্রেষ্ঠ অভিনেতার জন্য নন্দী পুরস্কার (তেলুগু) লাভ করেন।

এনটিআর ১৯৪৯ সালে এল. ভি. প্রসাদ পরিচালিত তেলুগু সামাজিক-নাট্য ‘মানা দেশম’ চলচ্চিত্রে একজন অভিনেতা হিসাবে তার অভিষেক হয়। ‘৫০ এর দশকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যখন তিনি তার হিন্দু দেব-দেবীদের বিশেষত কৃষ্ণ ও রামের চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত হয়েছিলেন৷ চরিত্রগুলো যা তাকে “জনসাধারণের মশীহা” করে তুলেছিল। পরে তিনি চলচ্চিত্রে খলচরিত্র এবং রবিনহুড-এস্কে নায়ক চরিত্রের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

তিনি সর্বমোট ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেন, এবং তেলুগু চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হয়ে উঠেন। তিনি ২০১৩ সালে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে সিএনএন-আইবিএন জাতীয় সমীক্ষায় “সর্বকালের সেরা ভারতীয় অভিনেতা” হিসাবে নির্বাচিত হন।

তিনি কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন — যেমন, ‘পাটালা ভাইরবি’- যা ১৯৫২ সালের ২৪ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রথম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, ‘মাল্লিস্বারী’- এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, ‘মায়াবাজার’ ও ‘নর্তনশালা’- জাকার্তায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

চারটি চলচ্চিত্রের সবগুলোই সিএনএন-আইবিএনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ ভারতীয় চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয়।

১৯৯৬ সালের ১৮ জানুয়ারি তিনি পরলোকগমন করেন।

নন্দমুরী তারকা (এন টি) রামা রাও ১৯২৩ সালের আজকের দিনে (২৮ মে) মাদ্রাজ প্রেসিডেন্সির নিম্মাকুড়ুতে জন্মগ্রহণ করেন৷

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.