Press "Enter" to skip to content

এক মুঠো হাসি ফোটালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা….।

Spread the love

সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: ৯ জানুয়ারি ২০২২। সব সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা তৃণমূল ছাত্র পরিষদের। তাই কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দন নগর বাজার সংলগ্ন এলাকায় সান্ধ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক মুঠো হাসি ফোটালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বেলঘড়িয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ছাত্র পরিষদের পরিচালনায় এলাকার দুস্থ অসহায় করুন মানুষদের কম্বল, শাড়ি এবং শিক্ষার্থীদের জন্য কিছু শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রায় দুই শতাধিক মানুষের হাতে ওইদিন বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কম্বল বস্ত্র এবং  শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

কামারহাটি পৌরসভার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যজিৎ সাহা ওরফে রনি’র তত্ত্বাবধানে চলে ওইদিনের কর্মসূচির কাজ। ওই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, বেলঘড়িয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক সায়ন মুখার্জি, কামারহাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা এবং বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা। আগামী দিনে কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে একটি করে পাঁচজনের ভলেন্টিয়ার টিম গঠন করে করোনা   আক্রান্তদের পাশে থাকার অঙ্গীকার করেন ওই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই বললেন বেলঘড়িয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক সায়ন মুখার্জি।

করোনা কালের মাঝে অর্থের অভাবে সংসারে টান পড়ছে বহু পরিবারে। তবুও বন্ধু হিসাবে এক মুঠো হাসি ফোটাতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এলাকার বহু মানুষ এগিয়ে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগামী দিনে এই ভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে এই দিনেরে অনুষ্ঠানের মঞ্চ থেকে। কামারহাটির ৩২ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আয়োজিত ওই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরাও সাধুবাদ জানিয়েছেন।

More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.