Press "Enter" to skip to content

একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫। একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব উদ্যানে এই মেলা আয়োজিত হবে। ৫ দিন ব্যাপী এই মেলার আয়োজক গৌড়ীয় মিশন, বাগবাজার। সহযোগিতায় মহানাম সেবক সঙ্ঘ এবং অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়। প্রতিদিন শনিবার অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টোর সময় চলবে রাত্রি ৮ টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনের দিনে আবৃত্তি প্রতিযোগিতা হবে সেইসাথে জয়বন্দনা ও হরিনাম সংকীর্তন। সাংবাদিকদের এ কথা জানালেন সংস্থার সম্পাদক। দ্বিতীয় দিন সকালে আয়োজিত হবে নগর সংকীর্তন ও শোভাযাত্রা। প্রতিদিনই থাকবে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.