………………………………
ইন্দ্রজিৎ আইচ : ২, ফেব্রুয়ারি, ২০২১।
……………………………….
কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চের প্রেক্ষাগৃহে ব্যান্ডেল আরোহী সম্প্রতি তাদের প্রয়াত নাট্যকার অমিতাভ চক্রবর্তী কে সম্মান জানাতে, তাঁরই লিখিত দুটি স্বল্প দৈর্ঘ্যর নাটক নিয়ে অমিতাভ চক্রবর্তী রেট্রোস্পেক্টিভ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ব্যান্ডেল আরোহীর বহুল প্রশংসিত ও মঞ্চস্থ নাটক দুটি হলো “যতীন বাবু শুনছেন” ও ছেঁড়া ক্যানভাস। ২০০০ সালে পঃবঃ নাট্য একাডেমি সম্মানিত “ছেঁড়া ক্যানভাস” সফলতার সাথে মঞ্চস্থ হয় এই দিন। প্রসঙ্গত এই দিন ছিলো “ছেঁড়া ক্যানভাস ” নাটকের ৩০০তম প্রদর্শন।
দুটি নাটকের নাট্যকার অমিতাভ চক্রবর্তী
ও পরিচালনায় রঞ্জন রায়।

একাডেমি মঞ্চের বাইরের লনে অমিতাভ চক্রবর্তী র বিশালকার ছবি এবং ফুলের সজ্জায় আগে থেকেই সুসজ্জিত ছিল. দুটি নাটকের মাঝে, এখানেই নাট্যকার শ্রী চক্রবর্তী কে আরোহী তাদের অন্তরের সম্মান জানায়। প্রকাশিত হয় “ছেঁড়া ক্যানভাস” নাটকের ৩০০তম প্রদর্শনের স্মারক। এই বইটি প্রকাশ করেন নাট্যজন শ্রী অসিত বসু, শেখর সম্মাদার, বিমল চক্রবর্তী, নাট্যকার মৈনাক সেনগুপ্ত, শান্তনু মজুমদার, অনির্বান সেন সহ আরো অনেক নাট্য জনেরা। তাদের হাতে দলের পক্ষ থেকে স্মারক সহ উত্তরীয় তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরোহীর সম্পাদক শ্রী সাত্যকি ভট্টাচার্য। এই মনোজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী অসিত বসু বলেন ” এই স্বার্থপর সমাজে এক মহতী নাট্যকার কে, যখন এই ভাবে অন্তরের সম্মান নিবেদনে কোনো নাট্য দল এগিয়ে আসে, তখন আশার আলো আমাদের উৎসাহিত করে।

দুটি নাটকে রঞ্জন রায়ের নেতৃত্বে অভিনয় করে ব্যান্ডেল আরোহী দলের নিজস্ব অভিনেত্রী শ্রীমতি মন্দিরা সোম, সাত্যকি ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, বিশ্ব নাথ নাথ, সুব্রত রায়, রঞ্জিত নিয়োগী, দেবাশীষ ব্যানার্জী, সুমিত কুন্ডু, সৌমী, সুমন, স্বরূপ, পরীক্ষিত, পার্থসারথি, অঞ্জনা, মিস্টু সমীক্ষা, তৃষা, মৌসুমী, ফাল্গুনী, দেবাঞ্জনা.
“ছেঁড়া ক্যানভাস” নাটকের শেষে, ৩০০ তম প্রদর্শনের স্মারক অসিত বসু ও শেখর সমাদ্দার আরোহীর শিল্পী ও কলাকুশলী দের হাতে তুলে দেন। “দ্বি জাতি তত্বে দেশভাগের অভিশপ্ত স্মৃতি আর নিজ ভূমে পরবাসী হওয়ার আখ্যান”এবং “শিল্পীর স্বাধীনতায় সংখ্যাগুরু মৌলিবাদীর আক্রম এর কাহিনী” ছিলো যথাক্রমে যতীনবাবু শুনছেন ও ছেঁড়া ক্যানভাস নাটকের আধার. নিস্তব্ধ প্রেক্ষাগৃহ, প্রমান করে নাটক দুটির সফল মঞ্চায়ন।
Be First to Comment