Press "Enter" to skip to content

একাডেমি অব ফাইন আর্টসে শুরু হল অনুপম হালদারের একক ছায়াচিত্র প্রদর্শনী….।

Last updated on September 28, 2022

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২২।  জাদুকর পি সি সরকার (জুনিয়র), জয়শ্রী সরকার, মানেকা সরকার, মৌবনী সরকার, মমতাজ সরকার, পাঞ্চালী মুন্সি, অভিনেত্রী সোনালী চৌধুরী -এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ ২৭ সেপ্টেম্বর থেকে কোলকাতার ‘একাডেমি অব ফাইন আর্টস’-এর সাউথ গ্যালারি (South Gallery, Academy of Fine Arts, Kolkata)-তে শুরু হল আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder)-এর একক ছায়াচিত্র প্রদর্শনী (Solo Photographs Exhibition)।

প্রদর্শনী কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অনুপম হালদার জানান, “প্রকৃতি, নারী, ভ্রমণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রদর্শনীর দুটো কক্ষে সর্বমোট ৭৫ টা আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিন অপরাহ্ন ৩ টে থেকে রাত ৮ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।”

প্রসঙ্গত উল্লেখ্ করা যেতে পারে, কিছু দিন আগে কলকাতাতেই যৌথভাবে অনুপম হালদার আর একটা ছায়াচিত্র প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছিলেন।

উৎসবের ঠিক মুখে রাজ্যবাসী যখন দেবীবন্দনায় মত্ত, ঠিক তখন অনুপম হালদার শহরবাসীকে পুজোর উপহার স্বরূপ তুলে দিলেন ‘ক্রিয়েটিভ ফটোগ্রাফি একজিবিশন’ (Creative Photography Exhibition) নামাঙ্কিত এক ছায়াচিত্র প্রদর্শনী।

প্রদর্শনীর বেশ কিছু আলোকচিত্র নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, বিশেষ করে ছোটো বড়ো নারকেল গাছের সুসম ভারসাম্যতার দৃশ্য ভাবুক মানুষদের মনে নিঃসন্দেহে একটা নাড়া দেবে।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.