——————ঝড় থেমে যাবে ঠিক————-
অশোক ব্যানার্জী-
জানি নাতো কবে নিশ্চিত ভাবে
স্বস্তি আসবে ফিরে।
জানি নাতো কবে বাইরে বের হবো
ভয় ভাবনা ছেড়ে!
জানি নাতো কবে আবার আমরা
বুক ভরে নেব শ্বাস,
জানি নাতো কবে দ্বিধা হীন রবে
মানুষেতে বিশ্বাস!
জানি নাতো কবে মেঘ কেটে যাবে
আলো ঝলমলে দিনে
মানুষ পারবে মানুষকে নিতে
নতুন করে চিনে।
মানুষ আবার কাজ করবে
স্কুল, কলেজ, যত সব
আবার চলবে স্বাভাবিক ভাবে
সেটা কবে সম্ভব ?
জানি নাতো কবে স্বাভাবিক হবে
জীবনটা আগের মতো,
তবু নিশ্চিত, একদিন ঠিক
ঝড় থেমে যাবে যত!
Be First to Comment