Press "Enter" to skip to content

একটি অ্যাপের মাধ্যমেই ভারতে প্রথমবার অ্যাপ ক্যাব এবং অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ‘ওকে ক্যাবস’….।

Spread the love

 

**জ্বালানির মূল্যবৃদ্ধি এক চিন্তার বিষয় হয়ে উঠেছে তখন সময়বিশেষে কোনোরকম অতিরিক্ত চার্জ ছাড়াই পরিষেবা পাওয়া যাবে ‘ওকে ক্যাবস’-এ। **

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ ডিসেম্বর ২০২১: সময়বিশেষে কোনওরকম অতিরিক্ত চার্জ ছাড়াই অ্যাম্বুলেন্স এবং অ্যাপ ক্যাবের একসঙ্গে চাহিদার কথা মাথায় রেখে, কলকাতা ভিত্তিক ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা এ.টি-১১ মাল্টিসার্ভিসেস’ কলকাতা ও শহরতলিসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে চালু করল ‘ওকে ক্যাবস’। ‘ওকে ক্যাবস’-এর ক্যাব এবং অ্যাম্বুলেন্সের বুকিং অনলাইন এবং অফলাইন দু’ ভাবেই করা যেতে পারে।

আজ ২৬ ডিসেম্বর রবিবার কলকাতার হ্যায়াৎ রেজেন্সিতে অনুষ্ঠিত এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, বাচিকশিল্পী মল্লিকা ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা।

ভারতের কিছু প্রধান শহরগুলিতে পর্যায়ক্রমে এই ক্যাব পরিষেবা চালু করা হবে এবং আগামী বছরের মধ্যে দেশের প্রায় উল্লেখযোগ্য শহরে এই পরিষেবা সম্পূর্ণরূপে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। বর্তমানে ‘ওকে ক্যাবস’-এর অধীনে ৫০০০ ক্যাব-এর পরিষেবা চালু আছে।

সাম্প্রতিক ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির থেকে এটি ভিন্ন ধরণের কেননা যে কোনও ব্যক্তি টোল-ফ্রি নম্বর ১৮০০ ৩০০০০ ৮৬০-এ শুধুমাত্র একটি ফোন করে বা মিসড কল দিয়ে অফলাইনেও ‘ওকে ক্যাবস’ বুক করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাধারণ ক্যাব এবং অ্যাম্বুলেন্স ক্যাব বুক করাও সম্ভবপর হবে।

এ.টি-১১ মাল্টিসার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও সিইও, ধ্রুবজ্যোতি দাস ওকে ক্যাব পরিষেবা চালু করার বিষয়ে জানান, “অতিমারীর মারাত্মক দ্বিতীয় ঢেউ-এর সময় আমরা প্রত্যেকেই বিভিন্ন সঙ্কটের মুখোমুখি হয়েছি যা আগে কখনই উদ্বেগের ব্যাপার হবে বলে আমরা মানতে পারতাম না এবং তার মধ্যে একটি ছিল অ্যাম্বুলেন্স-এর চূড়ান্ত অভাব। সেইসময় আমরা একটি অ্যাপ-এর মাধ্যমে ক্যাব ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম বিপুল সংখ্যক মানুষ এবং সমাজের সুবিধার্থে।”

এ.টি ১১ মাল্টিসার্ভিসেসের সিএমডি অভিজিৎ সেনগুপ্ত বলেন, “অ্যাম্বুলেন্স এবং ক্যাব পরিষেবা ছাড়াও আমরা ‘ওকে ক্যাবস’- চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সমাজের দুঃস্থ রোগীদের সঠিকভাবে এবং সময়মত হাসপাতালে ভর্তি করাতে সাহায্য করার উদ্যোগ নিচ্ছি।” অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড কে যুক্ত করে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা থাকবে।

আজকের অনুষ্ঠানে বিশেষভাবে  নজরকাড়ে মমতা শঙ্কর ব্যালে ট্রুপের নাচ। এ ছাড়াও ছিল ধামকাদার সংগীতানুষ্ঠান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.