ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ১লা, জানুয়ারি, ২০২১। একজন খাঁটি বাঙালি হিসেবে, এক্কেবারে অন্তর থেকে বলছি:- কোভিড-১৯, প্লেগ, কলেরা, মস্তিষ্ক বিকৃতি, নিজেদের দেশের ইতিহাসকে পাত্তা না দেওয়া,

আর্জেন্টিনা কোথায় সেটা না জেনে লাফানো, কালো-সায়েব দেখা মাত্রেই ঘটী অথবা বাঙালের দলের প্লেয়ার ভাবা, নিজের ভাষায় লিখতে ভুলে যাওয়া,

‘বাট ‘ ইংরিজি বানানকে ছিবড়ে বানিয়ে, ছেঁড়া জিন্সের ভিখিরি সাহেব-মেম সেজে, ‘ইন্’ অথবা ‘কুল’ হওয়া….এসব আমাদের কাল চার + এক = কালপাঁচ হয়ে গেছে। আমরা ভাগাড়ের মাংস খেয়ে মানুষ। অনুদান আমাদের অ্যাকচ্যুয়াল ইনকাম। আমরা গ্যাস খাওয়ানো রাজনীতির আউটকাম। আমরা বন্ধ্ ডেকে ঠেকে কাজ না করে তৈরি হয়েছি। আমরা ভয় কাকে বলে জানি না। আমরা কাউকে সম্মান দিইও না, পাইও না। আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না।

কিন্তু একটা সময় ছিলো, তখন আমরা সত্যিকারের মজা করেছি। জীবনের আইন, আনন্দে ভেঙ্গেছি। চেনা অচেনা সবাই মজা পেয়েছি।


Be First to Comment