Press "Enter" to skip to content

এএসএফএইচএম উদ্যোগে ২০২৪ এর মাধ্যমিক পড়ুয়াদের জন্য নিয়ে এলো শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ‘ম্যাজিক বক্স’….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ জুলাই ২০২৩ : পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষকদের বৃহত্তম সংগঠন – এএসএফএইচএম (এডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিসট্রেস) পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (বাংলা মাধ্যম) ২০২৪ এর মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য অফলাইন এবং অনলাইন অধ্যয়ন সামগ্রীর সমন্বয়ে একটি সম্পূর্ণ স্টাডি প্যাক প্রস্তুত করেছে।
যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে মাত্র ৪৪ জন হেডমাস্টারস অ্যান্ড হেডমিসট্রেস এর উপস্থিতিতে করোনা অতিমারীর ঠিক আগে ২০২০ সালের ১ জানুয়ারী, এএসএফএইচএম-এর ভিত্তি স্থাপন করা হয়েছিল এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল৷ বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠনের প্রায় ৪০০০ সদস্য রয়েছে৷


যেহেতু বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার অ্যাপ নেই, এএসএফএইচএম মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে “ম্যাজিক বক্স” নামক উদ্যোগ সামনে নিয়ে এসেছে। অনেক অভিজ্ঞ শিক্ষক হাতে হাত মিলিয়ে ম্যাজিক বক্সের বিষয়বস্তুগুলি প্রস্তুত করেছেন , যা শিক্ষার্থীদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় আরও ভালো নম্বর পেতে সহায়তা করবে। এএসএফএইচএম ম্যাজিক বক্সকে পড়াশোনার সব থেকে কার্যকরী বিকল্প হিসাবে গড়ে তুলতে প্রযুক্তি সহায়ক হিসেবে টিউটোপিয়া লার্নিং অ্যাপের সহায়তা নিয়েছে।
এবছর পড়ুয়ারা ম্যাজিক বক্সের ১০০০০ সংখ্যার সীমিত সংস্করণ, আগে এলে আগে পাবে ভিত্তিতে পাবে।
ম্যাজিক বক্সে তাদের জন্য থাকছে:
১. ২০২৪ এর আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য বিখ্যাত লার্নিং অ্যাপের ভিডিও টিউটোরিয়াল/সিলেবাসের নাগাল পেতে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি স্ক্র্যাচ কার্ড।
২. এতে মোট বিষয় সংখ্যা– ৭. (সমস্ত বিষয়)
৩. অধ্যায় ভিত্তিক একাধিক সংক্ষিপ্ত অ্যানিমেটেড ভিডিও ক্লাস
৪. এক অধ্যায় এক ভিডিও আকারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ ভিডিও ক্লাস
৫. প্রতিটি বিষয় – প্রশ্নোত্তর সহ মুদ্রিত স্মার্ট নোটের ১ টি করে সেট
৬. MCQ টেস্ট সিরিজ প্র্যাকটিস (ইনবিল্ট ইন লার্নিং অ্যাপ)
৭. প্রতিটি বিষয়ের জন্য ৯৪ টি অধ্যায়ভিত্তিক মক টেস্ট এবং ৭ টি পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট থাকছে। শিক্ষার্থীরা ১০১ টি মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং সবগুলোই ছাপার অক্ষরে।
৮. একজন পড়ুয়া তার সমস্ত বিষয়ের যে কোনো অধ্যায়ের উত্তরপত্র অভিজ্ঞ শিক্ষকের কাছে মূল্যায়ন ও সংশোধনের জন্য পাঠাতে পারে।
৯. সংশোধিত উত্তরপত্রের সাথে শিক্ষার্থীরা জমা দেওয়া সমস্ত প্রশ্নের আদর্শ উত্তর পাবে।

আমাদের পথ চলা শুরু ২০২০ সালের মার্চ মাস থেকে, যখন আমরা কোভিড অতিমারীর কারণে গৃহবন্দী। সংগঠনের উদ্দেশ্য প্রধান শিক্ষকদের পেশাগত স্বার্থে কাজ করা হলেও সামাজিক দায়বদ্ধতাকে আমরা অবহেলা করতে পারি না। আমরাই একমাত্র শিক্ষক সংগঠন যারা অতিমারীর সময় অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে সারা রাজ্য ঘুরে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম এবং আম্ফান ঝড়ের পরে খাদ্য সামগ্রী, পশু-খাদ্য নিয়ে অসহায় মানুষের দরজায় পৌঁছেছি। আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ লক্ষ টাকা দান করেছি।
আমরা এই স্বল্প সময়ের মধ্যে প্রধান শিক্ষকদের বিভিন্ন পেশাগত সমস্যা, আইনি সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। আমাদের অক্লান্ত পরিশ্রমে কন্যাশ্রী আজ বিশ্বশ্রীতে পরিণত হয়েছে।
অনলাইন শিক্ষা এখন সারা বিশ্বে চিরাচরিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসছে। ইতিমধ্যে অনেক ইংরেজি মাধ্যমের অনলাইন শিক্ষা অ্যাপস চালু হয়েছে যেগুলো খুবই ব্যয়বহুল।
ম্যাজিক বক্স সম্পর্কে – মূল্য, বুকিং পদ্ধতি এবং ডেলিভারি
1. অন কল সাপোর্ট (হেল্পলাইন # 99039 75050)
2. “ম্যাজিক বক্স”-এর দাম ৭৯৯৯/-। উদ্বোধনী অফার হিসেবে শিক্ষার্থী এটি পাবেন মাত্র @ ৪৯৯৯/-টাকায় (সব কিছু সমেত)
3. “ম্যাজিক বক্স” এর বুকিং ওয়েবসাইট www.asfhm.in
4. এবং (হেল্পলাইন # 99039 75050) I
5. “ম্যাজিক বক্স” এর বুকিং শুরু হয়েছে
6. এএসএফএইচএম এর নামে চেক, অনলাইন ব্যাঙ্কিং এবং UPI-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
7. সম্পূর্ণ অর্থ প্রদানের পরে ছাত্র ছাত্রীদের বাড়িতে ৪ থেকে ৮ দিনের মধ্যে ডেলিভারি হবে।

এটি তৈরি করা, টিউটোপিয়া লার্নিং অ্যাপের সাহায্য ছাড়া সম্ভব হতো না। আমরা বিশ্বাস করি এএসএফএইচএম-এর সক্রিয় উদ্যোগে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান চন্দন মাইতি
জেনারেল সেক্রেটারি এডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিসট্রেস (এএসএফএইচএম)।

More from EducationMore posts in Education »
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.